বুধবার ● ৯ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে পৃথক পৃথক এলাকায় বজ্রপাতে নিহত-১ : স্কুল শিক্ষার্থীসহ আহত-১৫
ময়মনসিংহে পৃথক পৃথক এলাকায় বজ্রপাতে নিহত-১ : স্কুল শিক্ষার্থীসহ আহত-১৫
ময়মনসিংহ অফিস :: (২৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫১ মি.) ময়মনসিংহে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত এবং স্কুলের বারান্দায় খেলার সময় বজ্রপাতে সাত শিক্ষার্থী আহত হয়ে অজ্ঞান এবং গরুর হাটে ৮ জনসহ মোট আহত হয়েছেন ১৫ জন।
আজ ৯ মে বুধবার দুপুরে সদর উপজেলায়,ভালুকা উপজেলায় এবং মুক্তাগাছা উপজেলায় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, আজ বুধবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার চর নীলক্ষীয়ায় আলাল উদ্দিন (৬০) নামের এক ব্যাক্তি বাড়ি থেকে বের হয়ে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বুধবার দুপুরে ভালুকায় উপজেলার ৪৬ নং পূর্ব ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বৃষ্টির সময় খেলতে গিয়ে হঠাৎ বজ্রপাতে পঞ্চম শ্রেণির ছাত্রী স্বর্না আক্তার (১০), তানজিনা আক্তার (১১), অন্তরা (১০) শামিমা (১০), শ্রাবনী (১১) খাদিজা(১১)ও নুসরাত জাহান নৌরিন (১১) অসুস্থ হয়ে পরে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যায়।
৪৬ নং পূর্ব ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানারা বেগম এ তথ্য নিশ্চিত করে জানান, আল্লাহর রহমতে ছাত্রীরা সবাই এখন সুস্থ্য আছেন।
অপরদিকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.এবিএম মো. সামছুজ্জামান সেলিম জানান, বুধবার দুপুরে মুক্তাগাছা উপজেলার নতুন বাজারের গরুর হাটে হঠাৎ বজ্রপাতে উপজেলার সিমলা গ্রামের আবেদ, ঘোগা ইউনিয়নের মাসুদ,তারাটি ইউনিয়নের নাজমুল, রামভদ্রপুর গ্রামের রফিক, পদুরবাড়ীর রানা, ঈশ্বরদিয়ার হেলাল,ময়মনসিংহ সদরের কুষ্টিয়ার বাসিন্দা হাবিবুর হক ও খোরশেদ আলী আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান মমেক হাসপাতালের এক চিকিৎসক।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন