মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » জনসচেতনতামূলক নাটক নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি আহবান : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
জনসচেতনতামূলক নাটক নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি আহবান : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

ঢাকা প্রতিনিধি :: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা দূরীকরণে নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নাটককে কাজে লাগাতে হবে।
তিনি মঙ্গলবার সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলনায়তনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত সাংসদ নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
স্পিকার বলেন, নাটকের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বার্তা জনগণের কাছে পৌঁছানো যায়। তিনি জনসচেতনতামূলক নাটক নির্মাণে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক আরো বেশি নির্মাণ করতে হবে। এসময় তিনি দেশের শিল্প সংস্কৃতির উন্নয়নে সংসদ সদস্যদের আরো এগিয়ে আসার আহবান জানান।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. এনামুর রহমান উদ্বোধনী বক্তৃতা করেন। বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য মমতাজ বেগম, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেগম হাসিনাদ্দৌলা, সাধারণ সম্পাদক আলী হায়দার ও সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি বক্তব্য রাখেন।
‘মঞ্চে নাটক দেখুন’ এই শ্লোগান নিয়ে বাংলাদেশের নাট্য ইতিহাসে প্রথমবারের মতো দশ দিনব্যাপী সাংসদ নাটোৎসবের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী দিনে পদাতিক নাট্য সংসদ প্রযোজিত লামিসা শিরীন হোসাইনের ‘লোন সারভাইভার’ গল্প অবলম্বনে কালরাত্রি নাটক মঞ্চায়িত হয়।
আপলোড : ১৫ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.৩০ মিঃ





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর