শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিবার কর্তৃক বিজয় দিবস উদযাপন
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিবার কর্তৃক বিজয় দিবস উদযাপন
মহান বিজয় দিবস-২০১৫ উপলক্ষে ১৬ডিসেম্বর ০০.০১ মিনিটের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত সদস্য-বাস্তবায়ন এর নেতৃত্বে রাঙামাটি  কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মহান বিজয় দিবস -২০১৫ উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল ৯.০০ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষ “কর্ণফুলী”তে বোর্ডের ভাইস-চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্যবৃন্দ এবং সকল স্তরে কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এক আলোচনা সভা, বোর্ডের কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেহেতু বোর্ডের ভাইস-চেয়ারম্যান (যুগ্ম-সচিব) তরুণ কান্তি ঘোষ নিজেই একজন বীর মুক্তিযোদ্ধা এবং অনুষ্ঠানে একজন সংবর্ধিত ব্যক্তি এ কারণেই এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোর্ডের সদস্য-বাস্তবায়ন শাহীনুল ইসলাম (যুগ্ম-সচিব)। বোর্ডের কর্মরত চারজন বীর মুক্তিযোদ্ধাদের হাতে সংবর্ধনা উপহার সামগ্রী তুলে দেয়া হয়। বীর মুক্তিযোদ্ধারা হলেন ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, সিনিয়র পরিকল্পনা কর্মকর্তা (পি.আর.এল ভোগরত) প্রীতি কান্তি ত্রিপুরা, সহকারী প্রকৌশলী (পি.আর.এল ভোগরত) আতিয়ার রহমান, প্রধান সহকারী আবুল কালাম আজ্জাদ।
শুরুতে মহান বিজয় দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে স্বাগত বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, প্রধান কার্যালয় মোঃ মুজিবুল আলম। বীর মুক্তিযোদ্ধা প্রীতি কান্তি ত্রিপুরা তাঁর বক্তব্যের দীর্ঘ নয় মাসের যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান ১৬ ডিসেম্বর আমাদের সকলের জন্য এক গৌরবময় দিন। মুক্তিযুদ্ধে চেতনাকে ধারণ, লালন করার দায়িত্ব আমাদের সকলেরই। মুক্তির ইতিহাস, ত্যাগ স্বীকারকে আমাদের সকলকেই অনুধাবন করতে হবে। আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে যখন এদেশে আর কোনো মুক্তিযোদ্ধা থাকবে না।
বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযু্দ্ধে শহীদ মুক্তিকামী সকল মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি জানান পাকিস্তান সরকার বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এ বিষয়ে আমাদের সকলকেই সর্তকতা অবলম্বন করতে হবে। তিনি আরো জানান বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, আশা করি আগামী বিজয় দিবসে এসবের কলঙ্ক থেকে আমরা মুক্তি পাবো। মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে।
অনুষ্ঠানের সভাপতি শাহীনুল ইসলাম ১৬ ডিসেম্বর বাঙ্গালী ইতিহাসের এক গৌরবময় ও সাফল্যেমন্ডিত দিন বলে উল্লেখ করেন। বাঙ্গালী জাতি প্রচন্ডভাবে একটা সাহসী জাতি। দেশের জন্য ক্ষতিকর যে কোনো ষড়যন্ত্র/চক্রান্ত বিরুদ্ধে রুখে দাঁড়ানো জন্য তিনি আহবান জানান। তিনি বিজয়ের গৌরবকে অটুট রাখা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্যও আহবান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রেখেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদে সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সভাপতি মোঃ শামীম জাহাঙ্গীর, প্রল্পক ব্যবস্থাপক (পরিকল্পনা) আইসিডিপি, মোঃ জানে আলম, একই প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াসিন, বোর্ডের সদস্য পরিকল্পনা আশীষ কুমার বড়ুয়া ও সদস্য-অর্থ মোঃ মনজুরুল আলম প্রমুখ।(প্রেস বিজ্ঞপ্তি)

      
      
      



    আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা    
    কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত    
    কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত    
    ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত    
    বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক    
    আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ    
    শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান    
    ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা    
    রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি    
    সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান