বৃহস্পতিবার ● ২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
ময়মনসিংহ অফিস ::(১৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩০মি.) ময়মনসিংহ জেলা পরিবহন মোটর মালিক সমিতি তাদের যানবাহনের নিরাপত্তা জনিত কারণে ও শিক্ষার্থীদের আন্দোলনে যানবাহন ভাঙচুরের প্রতিবাদে ময়মনসিংহ অঞ্চলের সব রুটের ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ।
আজ বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল থেকে ময়মনসিংহ অঞ্চলের সব রুটের ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বুধবার (১ আগস্ট) রাতে জেলা পরিবহন মোটর মালিক সমিতির বাস বিভাগের সম্পাদক বিকাশ সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,বৃহস্পতিবার সকাল থেকে মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রিজ মোড় থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি।
তিনি আরও জানান, রাস্তায় বের হলেই শিক্ষার্থীরা ইচ্ছা মতো বাস ভাঙচুর করছে। এতে মালিকরা লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ছেন। এতে নিরাপত্তার অভাবে তারা সকাল থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। সকালে বাস চলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি ভালো থাকলে বিকেল থেকে আবার বাস চলাচল শুরু হবে।
মাসকান্দা বাসস্ট্যান্ডে আসা ঢাকাগামী যাত্রী যাত্রীরা বলছেন, তারা জানতেন না আজ বাস বন্ধ। এখন এসে বিপাকে পড়েছেন। নেত্রকোনা, শেরপুর থেকেও বাস চলছে না।
ময়মনসিংহ থেকে ঢাকায় এসে অনেকে অফিস করেন। তারা ভোরে সড়কে এসে বাস না দেখে হতাশ হয়ে বাসায় ফিরে যান। অনেক রোগী ঢাকায় চিকিৎসক দেখানোর জন্য বাসা থেকে বের হয়েও ফিরে যেতে বাধ্য হয়েছেন। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
উল্লেখ্য, বেপরোয়া বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সারা দেশের মতো ময়মনসিংহেও বিক্ষোভ করছে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা একাধিক বাসও ভাঙচুর করেছে। তাই এ সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা পরিবহন মোটর মালিক সমিতি।





রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে