সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » সাইদুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আটক
সাইদুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আটক
সিলেট প্রতিনিধি :: (১২ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২২মি.) সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে কানাইঘাটের সাইদুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মো. ফয়সল আহমদ (১৯) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত এজাহারভুক্ত আসামী কানাইঘাট উপজেলাধীন পশ্চিম জুলাই পিরনগর গ্রামের মরম আলীর ছেলে।
আজ সোমবার ২৭ আগস্ট ভোর রাত ৩ টার দিকে গোয়াইনঘাট থানাধীন কালিজুরি সাঁতবাক গ্রামে এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৯ জানায়- গত ৯ মে কানাইঘাটের পশ্চিম জুলাই পিরনগর গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২৬) কে ফয়সল দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর থেকেই গ্রেপ্তার এড়ানোর লক্ষে ফয়সল আত্মগোপনে চলে যায়।
এ ব্যাপারে র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সল আহমদ উক্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারের পর তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।





নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মিলেনি গৃহবধু নূপুরের
পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি
রাজনীতিতে নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর
আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে