সোমবার ● ১০ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজশাহী » সহপাঠীর শোকসভায় অঝোরে কাঁদলেন অর্ণা জামান
সহপাঠীর শোকসভায় অঝোরে কাঁদলেন অর্ণা জামান
রাজশাহী প্রতিনিধি :: (২৬ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৬মি.) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বারিন্দ মেডিকেল কলেজের শেষ বর্ষের (প্রথম ব্যাচে) মেধাবী ছাত্রী রিফাত জাহান ইভার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। রবিবার দুপুরে বারিন্দ মেডিকেল কলেজে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার সহপাঠী ছিলেন মরহুমা রিফাত জাহান ইভা। শোক সভায় সহপাঠীকে স্মরণ করে অঝরে কাঁদলেন অর্ণা জামান। অর্ণা জামান এমবিবিএস চলাকালীন সময়ে সব সময় একসাথে আইটেম, ভাইভা, প্রফ দিতেন ইভার সাথে। এজন্যই তার অনেক কাছের সহপাঠি ছিল রিফাত জাহান ইভা।
গত ২১ আগষ্ট ঈদের আগের দিন রাজশাহী থেকে নওগাঁ যাবার সময় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন রিফাত জাহান ইভা। একই সাথে ওই দূর্ঘটনায় নিহত হোন ইভার মা ও স্বামী।
শোক সভায় অর্ণা জামান বলেন, আমরা যারা ডাক্তারী পড়তে আসি অনেক স্বপ্ন নিয়ে আসি। আমরা এমবিবিএস পড়তে এসেছি এবং এর পেছনে থাকে এক মহৎ উদ্দেশ্য। তা হল মানব সেবা। আমাদের মত ইভার ও এমন স্বপ্ন ছিল যে সে ডাক্তার হয়ে মানব সেবায় নিজেকে নিয়োজিত করবে। কিন্তু অকালে ঝড়ে পড়েছে সেই প্রাণ। আমরা দোয়া করি এমন ভাবে যেন কাউকে চলে যেতে না হয়।
ইভার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পরেন অর্ণা জামান। এ সময় পুরো শোকসভা শোকাবহ হয়ে উঠে। বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরাও অর্ণা জামানের সঙ্গে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
অর্ণা জামান আরো বলেন, আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে সকলে সচেতন হই। ট্রাফিক আইন মেনে চলি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাইক বা গাড়ি চালায়। আমরা যেন রাস্তায় বেপরোয়া ভাবে তা না চালায় এবং আমাদের চার পাশের মানুষকে সড়কে চলাচল সম্পর্কে সচেতন করি।
এসময় ডাঃ অর্ণা জামান বারিন্দ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ইভার নামে একটি গ্যালারি বা হোস্টেলের নামকরণের দাবি জানান। যেন ইভা সারা জীবন এই ভাবে বেচে থাকতে পারে সকলের মাঝে। এসময় বারিন্দ মেডিকেল কলেজের এমডি ইভার নামে একটি ছাত্রী হোস্টেল করা হবে বলেও আশ্বাস দেন।
শোক সভায় অন্যদের মধ্যে বারিন্দ মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ বি কে দাম ও বারিন্দ মেডিকেল কলেজের এমডি শামসুদ্দিন উপস্থিত ছিলেন। শোক সভা শেষে বারিন্দ মেডিকেল কলেজ চত্ত্বরে ইভার স্বরণে বৃক্ষরোপন করা হয়।





রাবিতে দুই দিনব্যাপী ‘বই ও প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনী’র সমাপনী
বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নিবার্চনে নির্বাচিতদের শুভেচ্ছা
গাবতলীতে মৎস্য সপ্তাহ পালন
মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক
গুরু শিষ্যের প্রেমময় জীবন
অতিরিক্ত ভালোবাসা ঠিক নয়
অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ ভাইস চেয়ারম্যানে বিরুদ্ধে
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা
রাজশাহীতে শিক্ষার্থীদের ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক সচেতনতা কার্যক্রম চলছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক