সোমবার ● ১৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়াংছড়িতে ভাগিনার হাতে মামা খুন
রোয়াংছড়িতে ভাগিনার হাতে মামা খুন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রোয়াংছড়িতে আপন ভাগিনার হাতে মামা খুন হয়েছে। গত রোববার (১৮ নভেম্বর) রাত ৮টা সময় ¤্রক্ষ্যং পাড়ায় এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায় মৃত্য ব্যক্তি ম্রক্ষ্যং পাড়ার ও বাসিন্দা সাগ্য মারমার ছেলে সিংনুমং মারমা (৩০) এবং বাসিন্দা সাগ্য মারমার মেঝো মেয়ের ছেলে নাতি উক্যসিং মারমা (১৪) বলে জানা গেছে। খুনের ঘটনা পাড়া বাসিরা ইউপি মেম্বার মেচিং মারমাকে জানানোর পর। মেচিং মারমা ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমাকে জানালে তিনি রোয়াংছড়ি থানা পুলিশকে জানান রোয়াংছড়ি থানার ওসির নির্দেশে এসআই মাহাবুব আলম খান ও পিএসআই আরিফুর রহমান ঘটনা স্থলে গিয়ে মৃত ব্যক্তির লাশ উদ্ধার সহ খুনি উক্যসিং মারমা (১৪) কে আটক করে থানায় নিয়ে আসে। এলাকার প্রতেক্ষ্যদশিরা জানায় সিংনুমং মারমা ও স্ত্রী চিংংম্রস্বং মারমা মধ্যে দুই জনে ব্যাপক বাগ বিতন্ডা আওয়াজ শুনে মৃত্য ব্যক্তির মেঝো বোন হ্লামেচিং মারমা (৩৩) ঘটনা স্থলে এসে স্বামী-স্ত্রী দুই জনকে ঝগড়া না করতে মানা করেন। ওই সময় মেঝো বোনের কথা না শুনলে রাগের মাথায় ছোট ভাই সিংনুমং মারমাকে একটা থাতপর মারে। ছোট ভাই সিংনুমং মারমাও পাল্টা আক্রমন করলে আঘাতে মেঝো বোন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এই অবস্থায় মেঝো বোনে ছেলে উক্যসিং মারমার উপস্থিত হলে তার মামাকে কাটের লাটি দিয়ে আঘাত করে। পাড়া বাসিরা আহত অবস্থা ভাই-বোনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। মেঝো বোন গুরুত্বর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) আরিফুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন ম্রক্ষ্যং পাড়ায় খুনের ঘটনা কথা শুনতে পেয়েছি পুলিশ ঘটনা স্থলে থেকে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে খুনি উক্যসিং মারমাকে আটক করে থানায় নিয়ে এসেছে। লাশটি বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানোসহ মামলা দায়ের করা হয়েছে।





রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
কাপ্তাই হ্রদে কায়াকিং করার সময় পর্যটকের মৃত্যু
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার