মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ২০ জানুয়ারি
জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ২০ জানুয়ারি
ঢাকা প্রতিনিধি :: দশম জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ২০ জানুয়ারি। দশম জাতীয় সংসদের নবম এবং ২০১৬ সালের প্রথম অধিবেশন এটি।
সোমবার বিকালে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে সংসদের অধিবেশন আহ্বান করেন।
জাতীয় সংসদের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগামী ২০ জানুয়ারি বুধবার বিকাল ৪টায় অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরুর আগে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময় নির্ধারণ করা হবে।
সাধারণত জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন দীর্ঘ হয়। নতুন বছরের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংসদে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেয়া হয়।
এর আগে গত ২৩ নভেম্বর দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শেষ হয়।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা