সোমবার ● ৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আ’লীগ প্রার্থী টিটু
ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আ’লীগ প্রার্থী টিটু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার ৮ এপ্রিল দুপুর ২টার দিকে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলীমুজ্জামান।
মনোনয়নপত্র দাখিলের সময় মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু ছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাংবাদিক প্রদীপ ভৌমিক, যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।
মনোনয়নপত্র দাখিল শেষে ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নের জন্য ময়মনসিংহ সিটি করপোরেশনকে পরিকল্পিত, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর সিটি করপোরেশন গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
ঘোষিত তফসিল অনুযায়ী, মসিক নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৮ এপ্রিল, ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৭ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ মে।
উল্লেখ্য,ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৩৮ জন ও ভোট কেন্দ্র ১২৭টি। এ নির্বাচনে সব কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।
হালুয়াঘাটে বজ্রপাতে যুবক আর ফুলপুরে বাসের ধাক্কায় শিশু নিহত
ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহের হালুয়াঘাটে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে বজ্রপাতে আনোয়ার (২৮) নামে এক যুবক এবং ফুলপুরে বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী আরিফ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। পৃথক এলাকায় ওই আলাদা দু’টি ঘটনা সোমবার ৮ এপ্রিল সকালে ঘটে।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম তালুকদার জানান, হালুয়াঘাটে উপজেলার খন্দকপাড়া গ্রামের ফজর আলীর ছেলে আনোয়ার (২৮) গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিতে সোমবার ৮ এপ্রিল সকালে নিজ ঘর থেকে বের হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার ৮ এপ্রিল সকাল ৯ টার দিকে শেরপুর থেকে ঢাকাগামী (সোনার বাংলা ঢাকা মেট্রো ব-১২-০৩৩৯ পরিবহনের) একটি বাস ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার পশ্চিম বাঁশাটী নামক স্থানে কাশিগঞ্জগামী একটি অটো রিকশাকে ধাক্কা দিলে চালকসহ সাত জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ (৫) নামে এক শিশুকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু আরিফ ফুলপুর উপজেলার বাঁশাটী কান্দাপাড়া গ্রামের আবু রেহানের ছেলে। এ দূর্ঘটনায় আহতরা হলেন, আসমা খাতুন (৪০), রুমা আক্তার (৩৫), হাওয়া বিবি (৫০),কদবানু (৫০) ও বাকী দু’জনের নাম জানা যায়নি। তবে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।





রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী