বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বৈধ
ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বৈধ
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমাকৃত পাচঁ জন প্রার্থীর মধ্যে দুই জনের মনোনয়ন বৈধ হয়েছে বাকী তিন জনের শর্ত পূরণ না হওয়ায় অবৈধ ঘোষনা করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ বুধবার ১০ এপ্রিল মেয়র প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলীমুজ্জামন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, বৈধ দুই মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর আহমেদ।
বাকী তিন প্রার্থীর মনোনয়নের সকল শর্ত পূরণ না হওয়ায় বাতিল হয়েছে বলে আরো জানিয়েছেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলীমুজ্জামন।
বাতিলকৃত তিন মেয়র প্রার্থীই স্বতন্ত্র থেকে মনোনয়ন জমা দিয়েছেলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মুসা সরকার ও জাপা নেতা শহিদুল ইসলাম স্বপন মন্ডল এবং নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ ভাদুরি।
এদের মধ্যে তিন জনেরই তাদের পক্ষে স্বতন্ত্র পার্থী হিসেবে ৩ শত ভোটারের সমর্থনের স্বাক্ষরিত তালিকা বাছাই করতে গিয়ে একাধিক ভোটার এ স্বাক্ষর করেননি বলে জানায়।
আর শহিদুল ইসলাম স্বপন মন্ডল ঋণ খেলাপী হওয়ায় তারও মনোনয়ন অবৈধ হয়েছে। তবে আগামীকাল পর্যন্ত বিভাগীয় কমিশনার বরাবর তাদের আপিলের সুযোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সেখানেও যদি তাদের মনোনয়ন অবৈধ হয় তবে আদালতে যাওয়ার সুযোগ রয়েছে বলেও নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।
অন্যদিকে ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরদের মনোনয়পত্র যাচাই বাছাই চলছে। ১৭ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর প্রথম নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৩৮ জন ও ভোট কেন্দ্র ১২৭টি। এ নির্বাচনে সব কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।





আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু
কাইন্দ্যা এগজ্যাছড়িতে মহা সংঘদান পূণ্যানুষ্ঠানে জুঁই চাকমার অংশ গ্রহন
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা