বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পর্যটন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘পাহাড়ে সমুদ্রে- হৃদয়ের রংধনু’ প্রদর্শনী নিয়ে সংবাদ সম্মেলন
পর্যটন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘পাহাড়ে সমুদ্রে- হৃদয়ের রংধনু’ প্রদর্শনী নিয়ে সংবাদ সম্মেলন
বান্দরবান প্রতিনিধি :: পার্বত্য অঞ্চলে ভ্রমণ পিপাসু তরুণদের হৃদয়ের রঙ্গের অনুভুতি প্রকাশে চার তরুণকে নিয়ে চলচিত্র নির্মান করেণ নির্মাতা রাজীবুল হোসেন।
আজ বুধবার ১০ এপ্রিল দুপুরে বান্দরবান শহরের মধ্যম পাড়া রিখিয়াইং জুস বারে চলচ্চিত্র নির্মাতা রাজীবুল হোসেন ও বান্দরবানের মারমা সমপ্রদায়ের প্রথম নায়কের ভূমিকায় অভিনয় শিল্পী খিংসাইমং মারমা চলচ্চিত্র প্রর্দশনী নিয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সন্মেলনে চলচ্চিত্র নির্মাতা রাজীবুল হোসেন বলেন, বাংলাদেশে ৫৪টি জেলায় চলচ্চিত্র টির শুটিং করা হয়েছে। গত ২০১৩ সালে এই চলচিত্রটি নির্মান কাজ শুরু হয়ে ২০১৮ সালে ছবিটি গোওয়া ফিল্ম বাজার ইন্ডিয়াতে প্রথম প্রিমিয়ার শো উদ্ধোধন করা হয় এবং ২২ ফেব্রুয়ারি বসুন্ধরা স্টার সেনিপ্লেক্সে প্রীমিয়ার শো হয়েছিল। পরে আমরা দেশব্যাপী বিকল্প প্রদর্শনীর যাত্রা শুরু করি। বাংলাদেশে পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টায় মূলত এ চলচ্চিত্র নির্মাণ করেছি। মূল চরিত্রে অভিনয় করেছে চার জন তার মধ্যে বান্দরবানের মারমা সম্প্রদায়ের ছেলে খিংসাই মং মারমাও রয়েছেন। আগামী ১২-১৩ তারিখে বান্দরবানের অরুণ সারকি টাউন হলে এবং ১৪-১৫ তারিখে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বিকাল ৪ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।
তিনি বলেন, পরবর্তীতে অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, চিন,মালেশিয়া ও ইন্দোনেশিয়া বিশ্বব্যাপি হৃদয়ের রংধনু চলচ্চিত্রটি প্রদর্শীত হবে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন