শনিবার ● ২০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় শাক-সবজি ক্ষতের আড়ালে গাঁজা চাষ
লামায় শাক-সবজি ক্ষতের আড়ালে গাঁজা চাষ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রোয়াজা ঝিরি এলাকায় শাক-সবজি আড়ালে চলছিল গাঁজা চাষ। স্থানীয়দের নজরে আসলে সাংবাদিকদের জানায়, পরে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর পুলিশের অভিযানে এই গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।
আজ শনিবার ২০ এপ্রিল সকাল ১০টায় প্রকাশিত সংবাদের ১ ঘন্টার মধ্যে অভিযানে নামে লামা থানা পুলিশ। বান্দরবান জেলার পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার এর নির্দেশে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আমিনুল হক এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাথে ছিলেন, লামা থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাশ, আসাদুজ্জামান, আয়াত, এএসআই সুজন ভৌমিক, রাম প্রসাদ দাশ। সকাল ১১টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালানো হয়।
লামা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল হক বলেন, গাঁজা চাষের খবর পেয়ে সাথে সাথে আমরা অভিযান শুরু করি। অভিযানে প্রায় ২০ শতক জমিতে চাষ করা ৮ শতাধিক পূর্ণ বয়স্ক গাঁজা গাছ ও ১ হাজারের অধিক নার্সারীর গাঁজা চারা ধ্বংস করা হয়েছে। এসময় গাঁজা ক্ষেতের মালিক মো. ইয়াহিয়া মিন্টুর স্ত্রী খুরশিদা বেগমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। গাঁজা ক্ষেতের মালিক মো. ইয়াহিয়া মিন্টু কয়েকদিন যাবৎ লামায় না থাকায় তাকে আটক করা যায়নি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়