রবিবার ● ২১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মহিউদ্দিন নিহত
র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মহিউদ্দিন নিহত
বান্দরবান প্রতিনিধি :: টেকনাফ মেরিন ড্রাইভে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এর সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক হওয়া ব্যবসায়ী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বানিয়া গ্রামে সিরাজুল ইসলামের ছেলে মহিউদ্দিন (২৬) নিহত ।
আজ রবিববার ২১ এপ্রিল গভির রাত আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়ক সংলগ্ন বাহারছড়া ইউনিয়নের পুরানপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের তার মৃত্যু হয়।
নবগঠিত র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, গত দিবাগত রাত আড়াইটায় র্যাব-১৫ এর টহল দলের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীদের গুলিবিনিময়ের ঘটনা ঘাটলে।
ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মহিউদ্দিন নামে এক যুবকের মৃতদেহ পাওয়া যায়। তিনি বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশি এলজি, তিন রাউন্ড কার্টুজ উদ্ধার করা হয়।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন