বুধবার ● ১৯ জুন ২০১৯
প্রথম পাতা » জাতীয় » পুলিশের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন : ব্যারিষ্টার সুমন
পুলিশের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন : ব্যারিষ্টার সুমন
নানা জল্পনা-কল্পনা শেষে গত ১৬ জুন সোমবার গ্রেফতার হন সোনাগাছির সমালোচিত পুলিশের ওসি মোয়াজ্জেন।
গ্রেফতারি পরোয়ানা জারির ২০ দিন পর গ্রেফতার হন ফেনীর সোনাগাজী থানার সাবেক এই পুলিশ কর্মকর্তা।
গ্রেফতারের পর তার প্রতি পুলিশের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তোলেন মামলার বাদি ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, ’এটাতো স্পষ্ট যে শুরু থেকেই পুলিশ ওসি মোয়াজ্জেমের প্রতি সহানুভূতিশীল৷ সাধারণ মানুষকে আটকের পর হ্যান্ডকাপ পরানো হয়, কিন্তু তাকে পরানো হয়নি ৷
সোমবার ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন আরো বলেন, পুলিশ তাকে সুযোগ দিয়েছে ৷ চাইলে তাকে আরো আগে গ্রেফতার করতে পারতো ৷ আমরা চাই সাধারণ মানুষের প্রতিও পুলিশ যেন এ রকম আচরণ করে’৷
অভিযোগ রয়েছে,নুসরাত জাহান রাফি মাদ্রাসার অধ্যক্ষ এর বিরুদ্ধে যৌন হয়রানির বিষয়ে অভিযোগ করতে গেলে সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন অসহযোগিতা এবং অবহেলা করেন ৷ এমনকি জিজ্ঞাসাবাদের নামে নুসরাতকে না জানিয়ে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন এবং তা ছড়িয়ে দেন ৷এ বিষয়টি যখন ভাইরাল হয় তখন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করেন ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন ।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর