বৃহস্পতিবার ● ২৭ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » স্বর্ণমন্দির পর্যটন স্পর্ট এলাকায় ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা
স্বর্ণমন্দির পর্যটন স্পর্ট এলাকায় ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে সদর উপজেলার স্বর্ণ মন্দির পর্যটন স্পর্ট এলাকায় ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২৭ জুন বিকাল সাড়ে পাঁচ টায় বান্দরবান সদর উপজেলার স্বর্ণ মন্দির এলাকায় বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী’র নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি করার দায়ে বশর স্টোর ও তালেব স্টোর নামে ২টি কুলিং কর্ণারকে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় উভয়কে আড়াই হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বান্দরবানের পর্যটন স্পর্ট গুলিসহ বাজারে মেয়াদ উত্তীর্ণ খাবার নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ভেজাল পণ্য রোদে আমারা এই মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি। আগামীতে ভোক্তা অধিকার আইনের মাধ্যমে ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযানের শেষে বান্দরবান সদর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর প্রিয়েল পালিতসহ সঙ্গীয় ফোর্স তাদের কাছ থেকে উদ্ধারকৃত ভেজাল পণ্য বিস্কিট পানি ও মিয়ানমারের মেয়াদোত্তীর্ণ আচারসহ বিভিন্ন পণ্য ধ্বংস করা হয়।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন