শুক্রবার ● ২৮ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহী সীমান্তে ফেনসিডিল উদ্ধার
রাজশাহী সীমান্তে ফেনসিডিল উদ্ধার
রাজশাহী প্রতিনিধি :: রাজশাহী সীমান্ত থেকে ১১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি-১)। গতকাল বৃহস্পতিবার রাত ৪ টার দিকে শাহাপুর সীমান্ত ফাঁড়ীর একটি দল এগুলো উদ্ধার করে।
রাজশাহী ব্যাটালিয়ন- ১ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কাটাখালীর শাহাপুর বালুর ঘাট এলাকায় টহল পরিচালনা করে ফেনসিডিলসহ ১ টি প্লাষ্টিক বস্তা উদ্ধার করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য চুয়াল্লিশ হাজার দশ টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় জড়িত কাউকে আটক পারেনি টহল দল। আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে।
রাজশাহী পুলিশ সুপারের শিক্ষানবিশ এএসপিদের সঙ্গে মতবিনিময়
রাজশাহী :: বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় প্রশিক্ষণরত ৩৬তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো: শহিদুল্লাহ। শুক্রবার রাজশাহী জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পুলিশ সুপার মতবিনিময়কালে সফররত শিক্ষানবিশ এএসপিদের উদ্দেশ্যে বলেন, লক্ষ প্রাণের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। দেশের উন্নয়নকে এগিয়ে নিতে নতুন কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে কাজ করতে হবে। এছাড়া পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে নতুন কর্মকর্তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেদের বিকশিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম ও সহকারি পুলিশ সুপার রায়হান ইবনে রহমান।
উল্লেখ্য, ৩৬তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ এএসপিরা শিক্ষা সফরের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমীতে প্রশিক্ষণরত ১৫ জন এএসপি রাজশাহী জেলার পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় সফররত এএসপিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজশাহী জেলা পুলিশ সুপার মো: শহিদুল্লাহ।





জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ