বুধবার ● ১৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বান্দরবানে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে পুকুরের পানিতে ডুবে শাহরিয়ার হোসেন আবির (৭)। নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে বান্দরবান শহরের জেলা ইস্টেডিয়ামের পাশে ইসলামিয়া শিক্ষা কেন্দ্র এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানান, মঙ্গলবার দুপুরে জেলা শহরের ইস্টেডিয়াম এলাকায় ইসলামিয়া শিক্ষা কেন্দ্রের পুকুরে স্থানিয় আকবর হোসেনের পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
বান্দরবান পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর শেখর দাশ বলেন, পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ইসলামী শিক্ষা কেন্দ্রের পুকুরে গোসল করতে নামলে সাঁতার না জানায় এক শিশুর মৃত্যু হয়েছে। তার মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছেন। এঘটনার পর এলাকায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।





মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
রাঙামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন
মহান বিজয় দিবসে রাঙামাটি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা