বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইনদীর বাঁধ ভেঙ্গে প্রায় ৭ হাজার মানুষ পানিবন্দি
আত্রাইনদীর বাঁধ ভেঙ্গে প্রায় ৭ হাজার মানুষ পানিবন্দি
নওগাঁ প্রতিনিধি :: আত্রাইনদীর পানি বিপদ সীমার ৯০ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই বাঁধ ভেঙ্গে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। গত কয়েকদিনের একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানি আত্রাইনদীর পানি বৃদ্ধি করে।
এছাড়াও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে আত্রাইনদীর ৩০টি পয়েন্টে বাঁধে ফাটল দেখা দিলেও অনেক চেষ্টা করেও বাঁধরক্ষা করতে পারেনি।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আত্রাইনদীর পানি মান্দা উপজেলার জোত বাজারে বিপদসীমার ৯০ সেন্টিমিটার ও পত্মীতলার উপজেলার শিমুলতলীয় ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অবহাওয়া পরিষ্কার হলে আজ বৃহস্পতিবার থেকে পানি কমার সম্ভাবনা রয়েছে।
নওগাঁ পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার জানান, মান্দা উপজেলার কসবা, নূরুলাবাদ ও বিষ্ণপুর ইউনিয়নের ১০-১২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৬-৭ হাজার লোক পানি বন্দি হয়ে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি। বাঁধের অন্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে তদারকি করছেন পাউবোর লোকজন ও স্থানীয়রা। বাঁধ টিকিয়ে রাখতে সকল প্রকার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।





আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
শুঁটকি উৎপাদনে ভাটা পড়েছে আত্রাইয়ের শুঁটকিপল্লী
আত্রাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আত্রাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
আত্রাইয়ে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে শাহাজাদী
আত্রাইয়ে ট্রাকচাপায় সেনা সদস্যের মৃত্যু
আত্রাইয়ে মেধা যাচাই অনুষ্ঠিত
আত্রাইয়ে ইটভাটা বন্ধের বিরুদ্ধে মানববন্ধন
প্রেমের টানে পাকিস্থানি তরুণী বাংলাদেশে
আত্রাইয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন