শনিবার ● ১০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়িতে নিখোঁজের একদিন পর ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার
নাইক্ষ্যংছড়িতে নিখোঁজের একদিন পর ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর ছাত্রলীগের এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নুরুল কবির (১৭)। সে শীলঘাট এলাকার হাকিম শরীফের ছেলে এবং নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
গতকাল শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৫নং ওয়াডের শীলঘাট ফুট্টাঝিরিকুম নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের বাবা হাসান শরিফ জানান, গত বৃহস্পতিবার বিকালে বরশি দিয়ে মাছ ধরার জন্য বের হয়ে রাতেও বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হয়। পরে শুক্রবার বিকালে ফুইট্টাঝিরিকুম এলাকায় পরিত্যাক্ত বরশি দেখতে পেয়ে বুঝতে পারি, আমার ছেলের লাশ পানিতে পড়ে আছে।
এদিকে, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান মেম্বার জানান, ধারনা করা হচ্ছে পানিতে পড়ে নুরুল কবিরের মৃত্যু হয়েছে। পাথরে পড়ে যাওয়ায় মুখের ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, লাশের খবর পেয়ে ঘটনাস্থল থেকে শুক্রবার রাতে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশের ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি