শনিবার ● ১৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হলো না কলেজ ছাত্রী লিয়ানার
উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হলো না কলেজ ছাত্রী লিয়ানার
বান্দরবান প্রতিনিধি :: উচ্চশিক্ষা ও লেখাপড়ার খরচ যোগাতে রাজধানী ঢাকায় চার বছর আগে পাড়ি জমিয়েছিলেন বান্দরবান সরকারি কলেজের মেধাবী ছাত্রী লিয়ানা ত্রিপুরা পপি (২৩)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার উচ্চশিক্ষায় অর্জন করা সম্ভব হলো না। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার গুলশানে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো ঘ ১৩০৯০২) এর ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, লিয়ানা ত্রিপুরা পপি উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে পড়ালেখার খরচ যোগাতে চারবছর আগে পাহাড়ি জেলা বান্দরবান থেকে গিয়েছিলেন রাজধানী ঢাকায়। তিনি সেখানে কাজ করতেন গুলশানের একটি বিউটি পার্লারে। সে গুলশানে তার অফিসে যাওয়ার পথে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যায়।
এদিকে, ঘটনার পর লিয়ানার আর ছোট ভাই জয়ন্ত নিকোলাস ত্রিপুরা গুলশান থানায় একটি মামলা দায়ের করলেও ওই ঘাতক প্রাইভেটকার ও ড্রাইভারকে আটক করতে পারেনি পুলিশ।
লিয়ানার ছোট ভাই জয়ন্ত নিকোলাস ত্রিপুরা বলেন, আমার বড় বোন লিয়ানা অফিসে যাওয়ার পথে প্রাইভেট কার ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায়। আমি গুলশান থানায় একটি মামলা করলেও ঘাতক প্রাইভেটকার ও চালককে এখনো পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। আমি আমার বোনের হত্যাকারী ঘাতক চালককে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক মুঠোফোনে জানান, লিয়ানা ও তার বান্ধবী শ্রাবন্তী ত্রিপুরা রিকশায় করে তাদের অফিসে যাওয়ার সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার তাদের ধাক্কা দিলে দুইজনই গুরুতর হয়। পরে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়ার পথে লিয়ানার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক ও প্রাইভেট কারটিকে আটকের চেষ্টা চলছে।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি