শনিবার ● ৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে নামিয়ে আনার দাবিতে বান্দরবানে মানববন্ধন
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে নামিয়ে আনার দাবিতে বান্দরবানে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে নামিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে মরহুম আলী মিয়া কবিরাজ স্মৃতি সংসদ।
গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধায় মরহুম আলী মিয়া কবিরাজ স্মৃতি সংসদের আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, লাগামহীন পাগলা ঘোড়ার মত দিন দিন জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষজন খুবই কষ্ট পাচ্ছে। তাই মূল্য নিয়ন্ত্রণের জন্য জরুরী ভাবে সরকারের সহযোগিতা প্রয়োজন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হলে সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে ও তারা দুই মুঠো ভাত ভালো ভাবে খেতে পারবে। কিন্তু বর্তমানে যে বাজার পরিস্থিতি তাতে সারাদিন কষ্ট করেন যে অর্থ আয় হয় তা সম্পূর্ণ অর্থ নিত্য প্রয়োজনিয় জিনিস পত্র কিনতে চলে যায়। বক্তারা আরো বলেন, দব্য মূল্য নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষকে তাদের সাধ্যের মধ্যে সবকিছু কেনার ব্যবস্থা করে দিলে সরকারের কাছে সাধারণ মানুষজন অনেক টা উপকৃত হতো।
এসময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুম আলী মিয়া কবিরাজ স্মৃতি সংসদের সভাপতি মো.আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক আল জাওয়াদ সাফি প্রমূখসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন