শিরোনাম:
●   ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ●   জুরাছড়িতে অসহায়দের মাঝে ৪১ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ ●   প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন ●   মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার ●   ১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত ●   দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০ ●   মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা ●   জীবনানন্দ দাশের জন্মভিটা পরিদর্শনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ●   চিৎমরমে পামোক্ষা মহাথের’র ১২তম আচারিয়া পূজা পালন ●   বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইতে বললেন জামায়াত প্রার্থী ফয়জুল হক ●   রাঙামাটির উলুছড়াতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ●   রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ ●   চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল ●   কাপ্তাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের নেই কোন শ্মশান ●   ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ ●   স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ●   ঝালকাঠিতে চোরাই স্বর্ণ অলংকার ও নগদ অর্থসহ গ্রেফতার-৬ ●   সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙামাটিতে মিলাদ মাহফিল ●   নানিয়ারচর জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   রাবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র স্মরণে শোকসভা ●   রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার ●   খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার ●   নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, ইসির কাছে জানতে চেয়ে চিঠি ●   কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এর বিদায় সংবর্ধনা ●   নবীগঞ্জে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
রাঙামাটি, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় কুয়াশায় তিনদিন সূর্যের মুখ দেখা যায়নি
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় কুয়াশায় তিনদিন সূর্যের মুখ দেখা যায়নি
শনিবার ● ২১ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় কুয়াশায় তিনদিন সূর্যের মুখ দেখা যায়নি

---গাইবান্ধা :: গাইবান্ধা জেলার সর্বত্র এক সপ্তাহ থেকেই হঠাৎ করেই তীব্র কুয়াশা পড়তে শুরু করে। গত তিনদিন থেকে শনিবার পর্যন্ত সারাদিন কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। আকাশ মেঘাচ্ছন্ন ও ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে গোটা গাইবান্ধা জেলা। সেইসাথে হিমেল হাওয়া বইতে থাকে। হঠাৎ করে শীত শুরু হওয়ায় মানুষ চরম বিপাকে পড়ে। রাতে গুড়ি গুড়ি বৃষ্টির মত ঝড়েছে কুয়াশা। ফলে সকাল ১১টা ১০ মিনিটে পদ্মরাগ ট্রেন হেডলাইট জ্বালিয়ে গাইবান্ধা রেল স্টেশনে প্রবেশ করে। এছাড়া সড়কে হেড জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।
হঠাৎ শুরু হওয়া এই শীতে জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার বন্যা নিয়ন্ত্রন বাঁধে আশ্রিত এবং চরাঞ্চলের মানুষ দুর্ভোগের কবলে পড়ে। শীতে সাধারণ মানুষ বিশেষ করে শিশু এবং বয়স্করা এতে কষ্ট পাচ্ছে বেশি। হঠাৎ করে শৈত্য প্রবাহ শুরু হওয়ায় শিশু ও বয়স্কদের সর্দি, কাশি, কোল্ড ডায়রিয়া, শ্বাস কষ্ট, হাপানিসহ নানা রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
এদিকে শহরের গরম কাপড়ের দোকানগুলোতে এখন মানুষের উপচে পড়া ভীড়। এই সুযোগে গাউন মার্কেট ও গরম কাপড়ের দোকানগুলোতে ব্যবসায়িরা কাপড়ের দাম অস্বাভাবিক হারে বাড়িয়েছে। ফলে অর্থাভাবে দরিদ্র মানুষদের পক্ষে শীতের কাপড় সংগ্রহ করা খুব কষ্টকর হয়ে দাড়িয়েছে। হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় লেপ তোষক বানানোরও হিড়িক পড়েছে।
ঘন কুয়াশার কারণে ব্রহ্মপুত্র-যমুনাসহ অন্য নদ-নদীতে নৌ চলাচল বিঘিœত হচ্ছে। ফলে মূল ভূমির সাথে চরাঞ্চলের যোগাযোগ ব্যাহত হচ্ছে। রাতে ঘন কুয়াশার কারণে নৌ চলাচল বন্ধ হয়ে যায়। ঘন কুয়াশার কারণে অনেকে দিনের বেলায় গাড়ির হেড লাইড জ্বালিয়ে চলাচল করছে। ফলে চরাঞ্চলের মানুষরা যাতায়াতের ক্ষেত্রে চরম বিপাকে পড়ে। ঘন কুয়াশা অব্যাহত থাকায় সরিষা গাছের ফুল ঝড়ে পড়তে শুরু করেছে।

সন্ত্রাসী চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জের নাশকতা ও পুলিশ হত্যা মামলার আসামি জামায়াত-শিবির সমর্থক সন্ত্রাসী চক্রের হোতা সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের মৃত মফিজল হকের ছেলে মো. রতন মিয়াসহ তার সন্ত্রাসী চক্রের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে নলডাঙ্গাবাসি। শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সন্ত্রাসী চক্রের মো. প্রিন্স মিয়া, মো. চন্দন মিয়া, মো. নয়ন মিয়ার ছেলে তূর্য মিয়া, খামার দশলিয়া গ্রামের মৃত গোলজার রহমানের ছেলে মো. জোব্বার ও জয়নাল আবেদীনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী কৃষক লীগের রাজনীতির সাথে জড়িত নুর আলম নান্টু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ১৪ ডিসেম্বর শনিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মিটিং করতে গেলে উক্ত সন্ত্রাসীরা তাকে ভূয়া ম্যানেজিং কমিটির সভাপতি আখ্যায়িত করে নানাভাবে উত্যক্ত করে এবং তার সাথে অশালিন আচরণ করে। এব্যাপারে সে প্রতিবাদ করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গালিগালাজ করতে থাকে। এর জের দরে গত ১৫ ডিসেম্বর রোববার তার বসতবাড়িতে হামলা চালায় এবং তাকে হত্যার উদ্দেশ্যে লোহার পাইপ দিয়ে বেদম মারপিট করে এবং তার পকেটে থেকে সাড়ে ৮৮ হাজার টাকা ছিনতাই করে নেয়। এসময় তার ছেলে আরিফুল আলম সীমান্তকেও বেদম মারপিট করা হয়। এব্যাপারে সাদুল্যাপুর থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার না করায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। নান্টু মিয়া ও তার পরিবার-পরিজনদেরকে হত্যার হুমকি দিচ্ছে। এতে নান্টু মিয়া ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আগামী ইউপি নির্বাচনে তার জনপ্রিয়তায় ভীত হয়ে তার ভাবমুর্তি নষ্ট করতে তার বিরুদ্ধে নানা অপপ্রচার, হয়রানি ও তাকে হত্যা করাও অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. চান মিয়া জানান, তরিকুল ইসলাম নয়ন মিয়া আওয়ামী লীগের বিরুদ্ধে ইউপি নির্বাচন করায় তাকে নলডাঙ্গা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিস্কার করা হয়। পরে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তিনি সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হন। এতে ক্ষিপ্ত হয়ে ওই নয়ন মিয়া তার সন্ত্রাসী চক্র তাকেও মারপিট করে এবং নানা অপপ্রচারে লিপ্ত হয়। তিনি আরও বলেন, শুধু নলডাঙ্গার সাধারণ মানুষ নয়, এই সন্ত্রাসী চক্রের অত্যাচারে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা বিপন্ন হয়ে পড়েছে। তিনি অবিলম্বে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক ও আব্দুল মোত্তালিব।





আর্কাইভ