শুক্রবার ● ২৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » রোহিঙ্গা গণহত্যা বন্ধে আইসিজে’র অন্তবর্তীকালীন আদেশ গুরুত্বপূর্ণ মাইলফলক : সাইফুল হক
রোহিঙ্গা গণহত্যা বন্ধে আইসিজে’র অন্তবর্তীকালীন আদেশ গুরুত্বপূর্ণ মাইলফলক : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মায়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধে আইসিজে’র অন্তবর্তীকালীন আদেশে সন্তোষ ব্যক্ত করেছেন এবং বলেছেন এই আদেশ প্রদানের মধ্য দিয়ে রোহিঙ্গা গণহত্যা ও তাদের উপর বর্বরোচিত হামলা-আক্রমণের বিচারের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হল। এই আদেশের সূত্র ধরে পরবর্তীতে রোহিঙ্গা গণহত্যা বিচারের পথও কিছুটা উন্মুক্ত হলো। আদেশসমূহ যথাযথ কার্যকরি হলে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ প্রত্যাবসনের পথও তৈরী হবে। তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজ (আইসিজে) এ গাম্বিয়ার ভূমিকার জন্য তাদেরকে অভিনন্দন জানান এবং বলেন গাম্বিয়া এই ক্ষেত্রে বাংলাদেশ ও রোহিঙ্গা জনগোষ্ঠির পরম বন্ধুর পরিচয় দিয়েছে।
আজ সকালে তিনি টাঙ্গাইলের ভুয়াপুরে পার্টির কর্মী সমাবেশে উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির প্রবীণ নেতা সাইফুদ্দিন তালুকদারের সভাপতিত্বে এই কর্মী সমাবেশে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, পার্টির টাঙ্গাইল জেলার নেতা ওয়াহিদুজ্জামান বকুল, মহম্মদ রুস্তম আলী, সামসুল আলম, কিসলু তালুকদার ও নার্গি সুলতানা প্রমুখ।
সভায় গৃহীত এক প্রস্তাবে বলা হয় এবারও কৃষক সরকারের নির্ধারিত ধানের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। সভায় প্রকৃত কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করার দাবি জানানো হয়।





গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না