সোমবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » গৌরীপুরে মায়ের জানাযা পড়া হলো না মাদ্রাসা শিক্ষকের
গৌরীপুরে মায়ের জানাযা পড়া হলো না মাদ্রাসা শিক্ষকের
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গৌরীপুরে বড় মায়ের জানাযার নামাজে অংশগ্রহন করতে যাওয়ার পথে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোজাম্মেল হক ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মৃত আবেদ আলীর ছেলে এবং নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের মানিকদী গ্রামের একটি এবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকতা করতেন তিনি।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মাদ্রাসা শিক্ষক এর মৃত্যু হয়। তার আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে ময়মনসিংহের গৌরীপুর-রামগোপালপুর সড়কে বাহাদুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় মায়ের মৃত্যুর খবর পেয়ে জানাযার নামাজে অংশগ্রহন করতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের মানিকদী এলাকা থেকে মোটরসাইকেলে রওয়ানা হয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের নিজ বাড়িতে আসার পথে ঘণ কুয়াশার কবলে পড়ে সকাল সাড়ে ৭ টার দিকে ময়মনসিংহের গৌরীপুর-রামগোপালপুর সড়কের বাহাদুর এলাকায় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিন্তু দুপুর সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মাদ্রাসা শিক্ষক এর মৃত্যু হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন কালে ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।’





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন