রবিবার ● ১ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে হেডম্যান-কারবারী কল্যান পরিষদের মতবিনিময় সভা
আলীকদমে হেডম্যান-কারবারী কল্যান পরিষদের মতবিনিময় সভা
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম উপজেলার সকল হেডম্যান-কারবারীদের সুবিধা-অসুবিধা ও আগামির করণীয় সমূহকে সামনে রেখে হেডম্যান কারবারী কল্যান পরিষদ (হেকাকপ) এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল এগারটায় আলীকদম টাউন হলে ২৯২ নং চাইম্প্রা মৌজা হেডম্যান চাথুইপ্রু মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম।
সভায় বক্তারা বলেন, এ অঞ্চলে ১১টি জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা তাদের নিজ নিজ রীতিনীতি ও প্রথাগত আই অনুসারে পরিচালিত হয়। যেটি বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহ্য এবং কিংবদন্তী। মৌজা হেডম্যান ও পাড়া কারবারী প্রতিষ্ঠানে পদাধিকারী হিসেবে হেডম্যান কারবারীগণ পার্বত্য জেলায় সামাজিক শৃঙ্খলা রক্ষা, ভূমি ব্যবস্থাপনা পরিচালনাসহ সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্য, রীতি-নীতি সংরক্ষনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইচাহ্লা মার্মা, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফোগ্য মার্মা, হেডম্যান কারবারী কল্যান পরিষদ (হেকাকপ) এর পরামর্শ পরিষদের সদস্য ক্য শৈ অং হেডম্যান, ২৮৭ নং তৈন মৌজার হেডম্যান মংক্যনু মার্মার সঞ্চলনায় অনুষ্ঠিত এই মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেকাকপ এর সভাপতি হ্লা থোয়াই হ্রী হেডম্যান। এছাড়াও বোমাং সার্কেল এর বিভিন্ন মৌজা হেডম্যান, পাড়া কারবারীগণ উপস্থিত ছিলেন।





এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা