বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে ঘরে ঘরে ত্রান পৌঁছে দিচ্ছেন পুলিশ
কাপ্তাইয়ে ঘরে ঘরে ত্রান পৌঁছে দিচ্ছেন পুলিশ
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার এর উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণরোধে কর্মহীন হয়ে পড়ে অসহায় ৮০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে তাঁরা গাড়ী করে প্রতিটি বাড়ীতে গিয়ে এই সব খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। এই সময় কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন, কাপ্তাই ফাঁড়ির আই সি পুলিশ পরিদর্শক আতাউল হক চৌধুরীর সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগেও বাড়ীতে বাড়ীতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে বলে জানান কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার জানান, আমরা আমাদের সাধ্যমতো যাঁরা অতি অসচ্ছল তাদের ঘরে গিয়ে খাদ্যসহায়তা পৌঁছে দিচ্ছি।
কাপ্তাই ইউনিয়নে আরো ২৫০ পরিবার পেলো প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
কাপ্তাই :: চতুর্থ ধাপে রাঙামটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ২৫০ পরিবার পেলো মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার।
বুধবার( ১৫ এপ্রিল) ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমদ রাসেল প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ উপহার পরিবার প্রতি ১০ কেজি করে চাউল, ২ কেজি আলু এবং আধা কেজি লবণ এদের পরিবারের হাতে তুলে দেন।
এসময় ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমদ রাসেল জানান, চতুর্থ ধাপে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহারগুলো সামাজিক দুরত্ব নিশ্চিত কল্পে দুরবর্তী ওয়ার্ডের বাসিন্দাদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে।





বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার