সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ত্রানের শিশু খাদ্য না দেওয়ায় ইউপি সদস্যকে লাঠির আঘাত
ত্রানের শিশু খাদ্য না দেওয়ায় ইউপি সদস্যকে লাঠির আঘাত
কাপ্তাই প্রতিনিধি :: শিশুদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার স্বরুপ শিশু খাদ্য না দেওয়ায় গতকাল রবিবার (২৬ এপ্রিল) রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড এর ইউপি সদস্যকে লাঠি দিয়ে আহত করেছেন স্থানীয় এক বকাটে যুবক।
রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক জানান, গতকাল রবিবার সন্ধ্যা ৭ টায় ০২ নং রাইখালী ইউপি এলাকাধীন ডলুছড়ি পাড়া নামক স্হানে উক্ত ইউনিয়নের ০১ নং ওয়ার্ড মেম্বার মিসেস উনুচিং মারমা (৪৫)’কে একই পাড়া নিবাসী মো. রাহাত উল্লাহ রবিন (৪০), পিতা একরামুদ্দৌলা লাঠি দ্বারা প্রহার করে। প্রহারের ঘটনায় উক্ত মহিলা মাথায় আঘাত পেয়ে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ইউপি সদস্য উনুচিং মারমা জানান, রবিন তার বাড়িতে এসে ত্রানের শিশুখাদ্য পাওয়ার দাবি করে। কিন্তু তালিকাভুক্ত শিশুর পরিবার ছাড়া অন্য কাউকে এ শিশু খাদ্য দেয়া সম্ভব নয় বলে তাকে জানালে এই নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। পরবর্তীতে রবিন ক্ষিপ্ত হয়ে তার ঘরে এসে মুখে গামছা বেঁধে তাকে প্রহার করেন। এই সময় তার আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সে পালিয়ে যায়।
এই বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন জানান, তিনি স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি শুনেছেন। এই ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ গ্রহনের প্রেক্ষিতে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান ওসি।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়