শুক্রবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » জীবন রক্ষায় এসআই তোফাজ্জুল পুরস্কৃত
জীবন রক্ষায় এসআই তোফাজ্জুল পুরস্কৃত

বিশ্বনাথ প্রতিনিধি :: অটোরিকশা (সিএনজি) চালকের জীবন রক্ষার জন্য পুরস্কৃত হয়েছেন বিশ্বনাথ থানার এসআই তোফাজ্জল হোসেন৷ ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই পুরস্কার প্রদান করা হয়৷ এসআই তোফাজ্জল হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন সিলেটের পুলিশ সুপার নূরেআলম মিনা পিপিএম৷
জানা গেছে, গত ৩ জানুয়ারী রাত ১১টায় যাত্রী বেশি একদল ছিনতাইকারী সিলেট থেকে বিশ্বনাথ আসার জন্য একটি সিএনজি রিজার্ভ করে৷ সিএনজিটি বিশ্বনাথে আসার পথিমধ্যে উপজেলার টেংরা গ্রামের মধ্যবর্তি নির্জনস্থানে আসার পর সেই ছিনতাইকারীরা সিএনজি চালক লিটন মিয়াকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রের মুখে জিম্মি করে টেংরা হাওরের দিকে নিয়ে যায়৷ এসময় ওই সড়কে টহলরত পুলিশ দলের চোঁখে পড়ে সড়কের পাশে চালক বিহীন দাঁড়িয়ে থাকা সিএনজিটি৷ থানা পুলিশের কনস্টেবল শামীম সড়কের পার্শবর্তী ক্ষেতে বিচ্ছিন্নভাবে জুতো, মোবাইল, কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখে বিষয়টি এসআই তোফাজ্জুল হোসেনকে অবহিত করেন৷ বিষয়টি পুলিশের চোখে সন্দেহজনক হলে এসময় এসআই তোফাজ্জুল হোসেন নিজের সাথে থাকা টর্চ লাইট জালিয়ে হাওরের দিকে এগিয়ে যান৷ ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় ছিনতাইকারী দল পালিয়ে যায়৷ ফলে হাত-পা বাঁধা ও উলঙ্গ অবস্থায় সিএনজি চালক লিটনকে উদ্ধার করে পুলিশ৷ আর এই বিষটি মূল্যায়ন করে এসআই তোফাজ্জল হোসেনকে পুরস্কৃত করা হয়েছে বলে জানা গেছে৷





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা