সোমবার ● ১১ মে ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » শাহপরীর দ্বীপ দিয়ে মিয়ানমার থেকে আসছে গবাদি পশু
শাহপরীর দ্বীপ দিয়ে মিয়ানমার থেকে আসছে গবাদি পশু
ওসমান আবির. টেকনাফ প্রতিনিধি :: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় দেড় মাস ধরে মিয়ানমার থেকে গবাদি পশু আমদানি বন্ধ থাকার পর টেকনাফের শাহপরীর দ্বীপ করিডরে আবারো গবাদি পশু আমদানি শুরু হয়েছে।
গত শনিবার ও রবিবার দুইদিনে মিয়ানমার থেকে গবাদি পশু বোঝাই আটটি ট্রলার শাহপরীর দ্বীপে এসেছে। পশু আমদানি কারকরা জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে এসব পশু বেচাকেনা করা হবে। তবে করিডরে কোন ধরনে জনসমাগম করতে দেয়া হবেনা বলেও জানান ব্যবসায়ীরা।
স্থলবন্দর শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, গত শনিবার ও রবিবার দুই দিনে মিয়ানমার থেকে ৭ টি গবাদি পশু বোঝাই ট্রলার শাহপরীর দ্বীপ করিডরে এসেছে। এসব ট্রলারে ৩২১ টি পশু আমদানি হয়েছে। প্রতিটি পশু ৫০০ টাকা হারে একলক্ষ ষাট হাজার পাঁচ’শ টাকা রাজস্ব আদায় করে পশুগুলো বিক্রির জন্য করিডরে প্রস্তুত রাখা হয়েছে।
আমদানিকারকরা জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে আগের মতো দেশের বিভিন্ন শহর থেকে ক্রেতারা সরাসরি পশু কিনতে আসবেনা। পশুগুলো সম্ভাব্য ক্রেতাদের কাছে ছবি ও ভিডিও পাঠিয়ে দরদাম করে বিক্রি করা হবে। বিক্রি হলেই ক্রেতার ঠিকানা ট্রাকে করে সেগুরো পৌঁছে দেয়া হবে।টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা আবছার উদ্দীন জানান, মিয়ানমার থেকে গবাদি পশুসহ অন্যান্য খাদ্য পন্য আমদানিতে কোন ধরনের বাঁধা নেই। মিয়ানমার থেকে যেসব গবাদি পশু আমদানি হয়েছে সেগুলো নিয়ম মেনে রাজস্ব আদায় করা হবে। তবে পশু আমদানির ক্ষেত্রে করিডরে সামাজিক দূরত্ব লঙ্ঘন হয় এমন কোন পরিস্থিতি সৃষ্টি করা যাবেনা। এব্যাপারে আমদানিকারকদের নির্দেশনা দেয়া হয়েছে।গবাদি পশু আমদানিকারক সাংবাদিক ও পৌর প্যানেল মেয়র আব্দুল্লাহ মনির বলেন, মিয়ানমার থেকে গবাদি পশু আসলেও বাইরের কোন বেপারি এলাকায় ঢুকতে দেয়া হবেনা। দেশের বিভিন্ন শহরের বেপারীদের কাছে মোবাইলে পশুর ছবি ও ভিডিও পাঠিয়ে এসব পশু বিক্রি করা হবে।
গবাদি পশু আমদানিকারক মো. জুবাইর বলেন, করোনা ভাইরাসের বিষয়টি সামনে রেখে গবাদি পশুর ট্রলারে আসা মিয়ানমারের কোন শ্রমিক বা মাঝিমাল্লাকে ট্রলার থেকে নামতে দেয়া হয়না, পশু গুলো স্থানীয় শ্রমিক দিয়ে খালাস করে ট্রলারটি সঙ্গে সঙ্গে মিয়ানমার ফেরত পাঠানো হয়েছে।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দীপক বিশ্বাস বলেন, করিডরে সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হচ্ছে। সেখানে কোন ধরনের জনসমাগম করতে দেয়া হচ্ছেনা। এছাড়া মিয়ানমার থেকে ট্রলারে আসা শ্রমিক ও মাঝিমাল্লাদের ট্রলার থেকে নামতেও নিষেধ করা হয়েছে। তারা শুধু পশু গুলো খালাস করে ফিরে যাবেন।
এদিকে মিয়ানমার থেকে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো গবাদি পশু আমদানি শুরু হওয়াতে আমদানিকারকদের পাশাপাশি স্থানীয় শ্রমিকরাও খুশি হয়েছেন। পশু আমদানি শুরু হওয়াতে আবারো তাদের রোজগারের পথ খুলবে বলে তারা জানান।





চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে
নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী
উখিয়ায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩