বুধবার ● ১০ জুন ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে জেএমবি’র ৩ সদস্য আটক
ময়মনসিংহে জেএমবি’র ৩ সদস্য আটক
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র (জামাতুল মুজাহিদীন বাংলাদেশ) তিন সক্রিয় সদস্যকে আটক করেছে।এসময় আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, বোমা তৈরির সরঞ্জাম ও লিফলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন : মঞ্জুরুল ইসলাম (৪৪), রুহুল আমীন তালুকদার তৌফিক (৪২) ও আশরাফ খান (৪০)।
আজ বুধবার ১০ জুন দুপুরে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, ‘ময়মনসিংহের ভালুকা উপজেলার নলুয়া কুড়ি এলাকায় স্থানীয় আমছার আলী মন্ডলের বাড়ির পূর্ব পার্শ্বে পরিত্যাক্ত টিনসেড ঘরের ভেতরে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র কিছু সদস্য একত্রিত হয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। ‘এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৯ জুন) দিনগত রাত ৩টার দিকে র্যাব-১৪ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ওই তিনজনকে আটক করে র্যাব।’
র্যাব আরো জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত জামিলুদ্দীন, জসীমুদ্দীন রাহমানীসহ বিভিন্ন বক্তার বয়ান শুনে উগ্রবাদের প্রতি উদ্বুদ্ধ হন ও জেএমবি’র সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে ওঠে। এছাড়াও তাদের যেকোনো নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা ছিল।
পরে আটককৃত আসামিদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৪।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই