সোমবার ● ১৫ জুন ২০২০
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি :: করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শহরের কাঠালতলীস্থ অস্থায়ী কার্যালয়ে আজ সোমবার দুপুরে সকল সদস্যরা সরাসরি ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে ইংরেজি দৈনিক“ডেইলি এশিয়ান এইজ”এর রাঙামাটি জেলা প্রতিনিধি এম. নাজিম উদ্দিন সভাপতি, সিএইচটি টিভি’র সম্পাদক মোহাম্মদ সোলায়মান সহ-সভাপতি, এশিয়ান টেলিভিশন’র রাঙামাটি প্রতিনিধি ও দৈনিক রাঙামাটি”র চীফ রিপোর্টার আলমগীর মানিক সাধারণ সম্পাদক, দি বাংলাদেশ টুডে রাঙামাটি প্রতিনিধি মো. শফিকুর রহমান অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তা ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, নির্বাচন কর্মকর্তা ছিলেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সুশীল প্রসাদ চাকমা। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন বিগত কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ও নির্বচনী কর্মকর্তা সুশীল প্রসাদ চাকমা সকলের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সাংবাদিক মিল্টন বড়ুয়া ও হিমেল চাকমা উক্ত আয়োজনে সাবির্ক সহযোগিতা করেন।
উল্লেখ্য রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে প্রতি মেয়াদে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব পরিবর্তন হয়ে আসছে। গত কমিটির সর্বশেষ সাধারণ সভায় দৈনিক মানবকন্ঠের রাঙামাটি প্রতিনিধি নুরুল আমিনকে সাংবাদিক ইউনিয়নে নতুন সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করা হয়।





রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া ছাড়া করিডর প্রদানের উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে
চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করায় পিসিসিপি’র প্রতিবাদ
২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতির উপর ইউপিডিএফের রিপোর্ট
বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির
কাল দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন গণতন্ত্র মঞ্চ
পিসিজেএসএস সন্তু গ্রুপ কর্তৃক মিটন চাকমাকে হত্যার ঘটনায় চার সংগঠনের নিন্দা
পানছড়িতে সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ এর সংগঠক মিটন চাকমা হত্যার নিন্দা
ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সাজেকে বিক্ষোভ
বৈষম্য দূর ও সকলের সমঅধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই হবে আমাদের প্রধান কাজ : সুপ্রদীপ চাকমা
অন্তর্বর্তীকালীন সরকারকে ইউপিডিএফের অভিনন্দন