বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » গুরুদাসপুর মুক্তিযোদ্ধা বাগানের আম গাছটি হরিলুট হচ্ছে
গুরুদাসপুর মুক্তিযোদ্ধা বাগানের আম গাছটি হরিলুট হচ্ছে

গুরুদাসপুর প্রতিনিধি :: (১১ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.১০মিঃ) গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আম বাগানে উপড়ে পড়া কমপক্ষে ৪০ হাজার টাকা মূল্যের একটি আম গাছ অভিভাবকহীন অবস্থায় পড়ে থাকায় হরিলুট হচ্ছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শিরা৷
খোঁজ নিয়ে জানা যায়, বিগত ৮০’র দশকে তদানিন্তন সরকার গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অনুকূলে আম বাগান সহ ৯৯ শতাংশ অর্পিত সম্পত্তি বন্দোবস্ত দেয়৷ এরপর সেখানে কমান্ডের কার্যালয় নির্মিত হয়ে বীর মুক্তিযোদ্ধা সদস্যরা ওই সম্পত্তি ভোগদখল করতে থাকে ৷ এমনকি দু’একজন বসতবাড়ী তৈরী করে সেখানে বসবাস করছে ৷ ইতোমধ্যে বিগত বর্ষার শুরুতে কমান্ডের আম বাগানের একটি মূল্যবান গাছ উপড়ে পড়ে যায়৷ এরপর থেকে ওই গাছের ডালপালা, ছালবাকলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ কে বা কারা হরিলুট করে নিলেও দেখার কেউ নেই ৷ কিছু সুবিধাভোগী লোক স্বল্পমূল্যে গাছটি কিনে নেয়ার জন্য পায়তারা করে বেড়াচ্ছে৷
এ ব্যাপারে জিজ্ঞাসা করলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন মাষ্টার জানান, গাছটি পড়ে যাওয়ার পর থেকে ইউএনও মহোদয়কে বারবার বিষয়টি জানিয়ে দেয়ার পরও অদ্যবধি ওই গাছের কোনো কুল কিনারা হয়নি৷
অপরদিকে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম দুদু জানান, তাঁর সময়ে যত্ন সহকারে এগুলো দেখাশোনা করা হয়েছে ৷ কিন্তু বর্তমানে দেখাশোনার কেউ নেই বলে মনে হয়৷ তাই মূল্যবান আমগাছটির সাথে শত্রুতা শুরু করেছে সবাই৷
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ওপরে বিষয়টি জানানো হয়েছে৷ নির্দেশ এলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷





তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান