শুক্রবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে রহিঙ্গা গননা শুমারি শুরু
রাঙামাটিতে রহিঙ্গা গননা শুমারি শুরু

ষ্টাফ রিপোর্টার :: (১২ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.১০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলায় মিয়ানমারের নাগরিক (রহিঙ্গা) গণনা শুরু হয়েছে ৷ শুক্রবার সকালে জেলা পরিসংখ্যানের উদ্যোগে রাঙামাটি ১০টি উপজেলা, ৫০টি ইউনিয়নে এ রহিঙ্গা শুমারি কার্যক্রম শুরু হয় ৷ রাঙামাটি জেলাকে ২৩টি জোনে ভাগ করে ৩৫৫জন গননাকারী ও ৩৬ সুপারভাইজার এ শুমারি গননার কাজ করবেন ৷ প্রতিটি জোনে একজন করে জোন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে ৷ আর এ শুমারি কার্যক্রম চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৷ বাংলাদেশের মোট ৬টি জেলায় এ রহিঙ্গা গননা শুমারি কার্যক্রম চলছে ৷ যেসব জেলায় রহিঙ্গা গননা শুরু হয়েছে সেগুলো হলো-তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, ও পটুয়াখালী৷
এব্যাপারে রাঙামাটি পরিসংখ্যানের ২নং জোনের শুমারি সম্মনয়কারী মো. সাইদুল হক জানান, রাঙামাটিতে অবস্থানরত অনিবন্ধিত মিয়ারমার নাগরিক (রহিঙ্গা) শুমারি কার্যক্রম শুরু করা কথা স্বাকীর করেন ৷ জেলার ১০টি উপজেলায় ৬দিনের মধ্যে গণনা কার্যক্রম শেষ করা হবে ৷ এগননার মাধ্যমে যারা বাংলাদেশের নাগরিক নয়৷ অবৈধভাবে বসবাস করছে ৷ তাদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়া হবে৷ এ মাধ্যমে রহিঙ্গদের নিবন্ধনের আওয়তায় আনা হবে৷ যেসব রহিঙ্গদের নিবন্ধিত পরিচয়পত্র থাকবে, তাদের আইওএমের পক্ষ থেকে চিকিত্সা সেবা, নিজেদের মাতৃভাষায় পড়ালেখার জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থা ও আইনী সহায়তাসহ মৌলিক সুযোগ-সুবিধা দেওয়া হবে ৷ আর বাংলাদেশে অবস্থানরত অনিবন্ধিত মিয়ানমার নাগরিকরা এসব সুযোগ সুবিধা পাবেনা ৷ তারা অবৈধ বলে গণ্য হবে ৷
রাঙামাটি রহিঙ্গা গননাকারী ফারহানা ইয়াছমিন জানান, তিনি শহরের ওয়াবদা কলোনী ও মাস্টার কলোনী রহিঙ্গা গননার কাজ করছেন ৷ তবে অনেকে শিকার করতে নারাজ তারা মিয়ানমারের নাগরিক ৷ আবার অনেক রহিঙ্গ পরিবার খুশি হয়েছেন ৷ অবশেষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে পরিচয়পত্রের মাধ্যমে তাদের মৌলিক সহযোগীতা দিবে জেনে৷
তথ্য সূত্রে জানা গেছে, পার্বত্যাঞ্চল সীমান্তবর্তী এলাকা হওয়া অবৈধভাবে অনুপ্রবেশ করে অনেক মিয়ানমার নাগরিক (রহিঙ্গা) দীর্ঘ বছর ধরে বসবাস করছে ৷ কিন্তু ক্ষুদ্র জনগোষ্ঠীদের সঙ্গে তাদের চেহারা বেশ মিল থাকায় অনেকে বুঝতে পরতোনা তারা মিয়ানমারের নাগরিক৷ তবে কিউ কিউ সরকারি সুযোগ-সুবিধ ভোগ করলেও অনেকে নিজেদের আড়ালে রাখতেন ৷ আবার অনেকে গোপনে লিপ্ত থাকতো বিভিন্ন অপকর্মের সঙ্গে৷ এ রহিঙ্গ নিবন্ধনের ফলে পার্বত্যাঞ্চলে অপরাধ কমে আসবে বলে অভিজ্ঞ মহলের ধারনা।





ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ
আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি