রবিবার ● ২ আগস্ট ২০২০
প্রথম পাতা » গুনীজন » নবীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু : অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন
নবীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু : অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জের কৃতি সন্তান, করগাও ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্ধা বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের (পি ডাব্লিউ ডি) সংস্থাপন বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন দাশ (৭০) আর নেই। তিনি গতকাল ১লা আগষ্ট শনিবার রাত ১০.৩০ মিনিটে ঢাকার আনোয়ার খান হাসপাতালে স্টোক করে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। তিনি কিছু দিন ধরে কিডনি রোগে ভোগছিলেন। সর্বশেষ তার করোনার উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসে।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। ঢাকা থেকে মরদেহ নবীগঞ্জে আসার পর ২ আগষ্ট রবিবার বিকাল সাড়ে ৪ টার সময় নবীগঞ্জ উপজেলা সৎকার কমিটির নির্মলেন্দু দাশ রানা,যুবরাজ গোপ,উত্তম কুমার পাল হিমেল,এডঃ রাজীব কুমার দে তাপস,নীলকণ্ট দাশ সামন্ত নন্টী,ভৈরব দাশ,গুরুপদ দাশ ময়না,স্বপন বিশ্বাস,অরুন পালের সার্বিক তত্ত্বাবধানে তাঁর নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের পারিবারিক শ্মশানঘাটে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। সৎকারে পুরোহিত্য করেন রিন্টু চক্রবর্ত্তী। তার মৃত্যুর খবর শোনে তাজপুর গ্রামে ছুটে আসেন উপজেলা আওয়ামীলীগের সাধরন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু,উপজেলা বাসদের সভাপতি চৌধুরী ফযসল শায়েব,ভানু লাল দাশসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ
রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু