রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » কাউখালীতে ঐতিহ্য বাহী সূর্য্য ব্রত মেলা
কাউখালীতে ঐতিহ্য বাহী সূর্য্য ব্রত মেলা

কাউখালী প্রতিনিধি :: (১৪ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় রাত ৯.২৩ মিঃ) প্রতিবছরের মতো এবারও উদযাপিত হল রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী দিন ব্যাপি সূর্য্যব্রত মেলা ৷
১৪ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০ টা হতে বেতবুনিয়া চাইরী বাজারস্থ দিনব্যাপি এই মেলার কার্য্যক্রম শুরু হয়৷ মেলার কার্যক্রম উদ্ভোধন করেন বেতবুনিয়া চা্ইরী বাজার মেলা উদযাপন পরিষদ আহবায়ক মেম্বার মিলন কান্তি পালিত৷ মেলায় সূর্য্য দেবতাকে পুজা করার মাধ্যমে দেবতাকে খুশি করা হয় বলে (ব্রাষ্মন ) শ্যামল চক্রবর্তী জানান৷ প্রতি বছর কাউখালী উপজেলার বেতবুনিয়ার চাইরী বাজার এই মেলা হয়ে আসছে৷ মেলায় শুধু কাউখালী উপজেলা নয় পার্শবর্তী যে সকল উপজেলা সমুহ আছে রাঙ্গুনীয়া, রাউজান ,কাপ্তাই, রাজস্থলী সহ রাঙামাটির প্রায় উপজেলা হতে শতশত অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ ঐতিহ্যবাহী এই সূর্য্যব্রত মেলা এক নজর দেখার জন্য উপভোগ করার জন্য পরিবার পরিজন বন্ধু বান্দব নিয়ে আসেন বলে মেলা
উদযাপন পরিষদ জানান৷ তা ছাড়া এই সূর্য্যব্রত মেলা উপলক্ষে বেতবুনিয়া চাইরী বাজারে বসে অস্থায়ী বিভিন্ন পসরার ছোটছোট দোকান বসে বিভিন্ন খেলনা সামগ্রী সহ মিষ্টির দোকান৷ পাশাপাশি চলতে থাকে মুখরোচক গানের বাহার৷ বিশেষত পার্বত্য উপজেলার কাউখালীর বিভিন্ন সম্প্রদায়ের একটি মিলন মেলা বলা চলে এই ঐতিহ্য বাহী সূর্য্যব্রত মেলাকে ৷





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান