শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » ভাসানচর পরিদর্শনে ৪০ রোহিঙ্গা
ভাসানচর পরিদর্শনে ৪০ রোহিঙ্গা
উখিয়া প্রতিনিধি :: ভাসানচর বসবাসের উপযোগী কিনা তা নিজেদের চোখে দেখতে রোহিঙ্গাদের ৪০ জনের একটি দল ভাসানচর আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে গেছেন । আজ  শনিবার ৫ সেপ্টেম্বর ভোরে কক্সবাজারের  উখিয়ার ট্রানজিট ক্যাম্প থেকে দু’টি বাসে করে সেনা বাহিনীর তত্ত্ববধানে রোহিঙ্গাদের প্রতিনিধি দলটি  যাত্রা শুরু করেন। সকালে চট্টগ্রামে পৌঁছে সেখান থেকে বাংলাদেশ নৌ বাহিনীর তত্ত্ববধানে জাহাজে করে যাত্রা শুরু করেন ভাসানচরে।
বাংলাদেশ সরকারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দোজা জানিয়েছেন, প্রতিটি ক্যাম্প থেকে নির্বাচিত প্রায় ৪০ জন রোহিঙ্গা নেতা রয়েছেন প্রতিনিধি দলে । আগামী ৮ সেপ্টেম্বর ভাসানচর থেকে তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফিরে আসার কথা রয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানিয়েছেন, ভাসানচর সম্পর্কে রোহিঙ্গাদের মাঝে ধারণা দিতে এই “গো এন্ড সি” ভিজিট। কক্সবাজারের ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রায় এক লাখ রোহিঙ্গাকে বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ভাসানচর দ্বীপে অস্থায়ী ভাবে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। জোয়ার ও জলোচ্ছ্বাস থেকে সেখানকার ৪০ বর্গ কিলোমিটার এলাকা রক্ষা করতে ১৩ কিলোমিটার দীর্ঘ বাঁধ এবং এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা তিন শতাধিক রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ইতোমধ্যে ভাসানচরে নিয়ে আশ্রয় দিয়েছে সরকার। সফরকারী রোহিঙ্গা প্রতিনিধি দলটি ওইসব রোহিঙ্গাদের সাথেও কথা বলবেন এবং তাদের জীবন-মান পর্যবেক্ষণ করবেন।
ভাসানচর থেকে ফিরে কক্সবাজারের ক্যাম্পে আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের ভাসানচর আশ্রয়ন প্রকল্প সম্পর্কে ধারণা দেবেন প্রতিনিধি দলের রোহিঙ্গা নেতারা। প্রতিনিধি দলে ২ জন নারী সদস্যও রয়েছেন।

      
      
      



    চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে    
    কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি    
    ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা    
    ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই    
    চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান    
    টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু    
    মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি    
    ২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে    
    নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী    
    উখিয়ায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩