মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে শিশু কন্যা হত্যা দায়ে সৎ মা আটক
কাউখালীতে শিশু কন্যা হত্যা দায়ে সৎ মা আটক
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলার ঘাগড়া বাজার এলাকায় শিশু কন্যা হত্যা মামলায় পলাতক আসামী সৎ মাকে কাউখালী থানা পুলিশ গতকাল সোমবার রাতে চট্টগ্রাম হতে আটক করেছেন বলে জানা যায়।
কাউখালী থানার মামলা সুত্রে জানা যায়, উপজেলার ৩নং ঘাগড়া বাজার এলাকায় গত ১৬ সেপ্টেম্বর বাবলু দেওয়ানজি দোকানদারের মেয়ে মুনি দেওয়ানজি (৯) নিজ বাসায় রহস্যজনক ভাবে নিহত হন। এবং সেদিন তার লাশ গোপনে তার পিতা নিজ গ্রামের বাড়ি বোয়াঁল খালী নিয়ে গিয়ে পারিবারিক শ্বশানে রাত্রে দাহ্য করেন। এর পর মনির নানী লক্ষি দে, স্বামী মৃত বিজয় দে, সাং ডেউয়া পাড়া, সুখেন্দু মাষ্টারের বাড়ি,রাউজান চট্টগ্রাম, পত্রিকার সংবাদের মাধ্যমে জানতে পেরে ৩জনকে আসামী করে মনির পিতা বাবলু দেওয়ানজি(৫০),তার সন্তোষ দেওয়ানজি (৩৭) প্রিয়তোষ দেওয়ানজি (৪২) সর্ব পিতা মৃত, রাজেন্দ্র দেওয়ানজি, সর্ব সাং ঘাগড়া বাজার দেওয়ানজি বাড়ি, ঘাগড়া কাউখালী রাঙামাটি পার্বত্য জেলা। কাউখালী থানায় মনি হত্যা মামলা দায়ের করেন। কাউখালী থানার মামলা নং ১১,তারিখ ২৮.০৯.২০২০ । মামলার আইও এসআই মো. সুদিপ্ত রেজা।
কাউখালী থানা পুলিশ মামলার ২নং আসামীকে ঘটনার কয়েক দিন পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া হতে আটক করেন। বর্তমানে সে রাঙামাটি জেলা করাঘারে আছেন। অন্যদিকে পুলিশি তদন্তে প্রাপ্ত তথ্য মোতাবেক নিহত মনির সৎ মা জোসনা দেওয়ানজি (২৮) ঘটনার দিন সকাল বেলা ঘাগড়া বাজার নিজ বাড়ি হতে তার দেড় বছরের শিশু কন্যাকে সংগে নিয়ে পালিয়ে যায়। কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতেএসআই মো. সুদিপ্ত রেজার নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে গতকাল সোমবার রাত্রে চট্টগ্রামের উত্তর কাট্টলী বড় বোনের ভাড়া বাসা হতে তাকে আটক করে নিয়ে আসেন। তাকে পরদিন আজ মঙ্গলবার রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লা পিপিএম নিশ্চিত করেন এবং অন্য আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছেন বলে তিনি জানান।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়