বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হাত ধোয়া দিবস উপলক্ষে কাপ্তাইে আলোচনা সভা
হাত ধোয়া দিবস উপলক্ষে কাপ্তাইে আলোচনা সভা
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে আজ বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।
এইসময় উক্ত অনুষ্ঠানে অংশ নেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী লিমন চন্দ্র বর্মন, কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন ও কাপ্তাই প্রেস ক্লাবের সাংবাদিক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সৃষ্ট মহামারি করোনা ভাইরাস সহ বিভিন্ন রোগের জীবাণু থেকে রক্ষা পেতে বার বার হাত ধুয়ে পরিস্কার করতে হবে। এছাড়াও বক্তারা বলেন হাত ধোয়া সহ সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন থাকার বিষয়টি বিভিন্ন ধর্মগ্রন্থে গুরুত্বসহকারে উল্লেখ করা হয়েছে।





ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
মানুষ পরিবর্তন চায়, শান্তি ও ন্যায়বিচার চায় এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি : নির্মল বড়ুয়া মিলন
অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
লক্ষীপুরে তানিয়া রবের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনায় গনতন্ত্র মঞ্চের নিন্দা
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা