সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » মুক্তিযোদ্ধা মহসিন সর্দার আর নেই
মুক্তিযোদ্ধা মহসিন সর্দার আর নেই

আলীকদম প্রতিনিধি :: (২২ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৫০মিঃ)এ পৃথিবীর মায়া ত্যাগ করে অজানার দেশে পাড়ি জমালেন বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় বসবাসরত আরো একজন মুক্তিযোদ্ধা ৷ বান্দরবানের আলীকদম উপজেলায় বসবসরত বীর মুক্তিযোদ্ধা এস এম মহসিন সর্দার গত শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন ৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর ৷ তিনি গোপালগঞ্জ জেলায় সর্দার পরিবারে জন্মগ্রহন করেন ৷ তার বাবার নাম মৃত মোয়াজ্জেম হোসেন এবং মায়ের নাম মৃত মরিয়ম বেগম ৷ গতকাল বিকাল পাঁচটায় আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করার পর একই মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়৷ পরে তাকে বাগান পাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয় ৷
তার মৃতু্যতে গভির শোক প্রকাশ করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার রোকসানা৷ মৃত মহসিন সর্দার এর শ্যালক মোঃ রফিক জানান, রাতে এশার নামাজ আদায় করে বিশ্রাম নিতে যায় ৷ ওই সময় হঠাত্ করে শ্বাস কষ্ট শুরু হলে তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার কিছু সময় পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ৷
এমাসের প্রথম সপ্তাহের দিকে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম আলীকদম প্রতিনিধি হাসান মাহমুদ এর সাথে চা খেতে খেতে মুক্তিযোদ্ধা মহসিন সর্দার স্মৃতিচারণ করলেন তার মুক্তিযুদ্ধকালীন সময়ের ৷ তার স্মৃতি থেকে কয়েকটি কথা তুলে ধরা হল- “ইচ্ছা ছিল অনেক পড়াশুনা করব ৷ নিজেকে মানুষের মত মানুষ করব ৷ কিন্তু মানুষ নিজেকে কতটা করতে পেরেছি জানিনা তবে পড়াশুনা আর করা হলনা ৷ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বর্জকন্ঠের যুদ্ধের আহবানে আমি বাধন হারা হয়ে গেলাম ৷ মুক্তিযুদ্ধের সময় বাবা মা, ভাই বোন সব কিছুর মায়া ত্যাগ করে ছুটে গেলাম ভারতে হরিনা ক্যাম্পে ৷ সেখান থেকে তিন মাসের প্রশিক্ষন শেষে দেশে ফিরে দুদ্ধে অংশগ্রহন করি”৷ তবে যুদ্ধ শেষে বাড়ি ফেরার কথা তিনি এভাবে বর্ণনা করলেন যে, “দীর্ঘ সাড়ে নয় মাস যুদ্ধের পর যখন আমি বাড়িতে ফিরি, কেউই জানতনা যে, আমি বাড়িতে আসছি৷ আমার হাতের বন্দুক দিয়ে একটি ব্ল্যাংক ফায়ার করেই আমি সবাইকে আমার বাড়ি ফেরার কথা জানান দিই”৷
এদিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বলেন, মহসিন মামা আমার সবচেয়ে নিকটতম প্রতিবেশি এবং আমার খুব আপনজন ছিলেন৷ আমার ছোটবেলা থেকে তাকে আমি একজন অত্যন্ত সত্ মানুষ ও দেশের জন্য নিবেদিত প্রাণ ব্যাক্তি হিসেবে দেখে আসছি ৷ মহসিন মামাদের মত লোকদের মহান ত্যেগের ফসল আজকের এই বাংলাদেশ ৷ আমি তার শোকাহত পরিবারে প্রতি সমবেদনা ও তার রুহের মাগফিরাত কামনা করি ৷ তিনি দেশের সমন্ত মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে গিয়ে আলীকদম উপজেলা প্রয়াত মুক্তিযোদ্ধ আবুল কালামকেও গভির শ্রদ্ধাভরে স্মরন করেন ৷
গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার সর্দার বাড়িত জন্ম নিয়ে শৈসব কৈসর পার করলেন জন্মস্থানের মাটিতেই৷ প্রাথমিক শিক্ষা শেষে তিনি কাশিয়ানি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭১ সালে মেট্রিক পাশ করার পর কলেজে ভর্তি হওয়ার সুযোগ বেজে উঠলো যুদ্ধের ধামামা ৷ নিজের জীবনকে উত্সর্গ করে দিলেন দেশের স্বাধীনতার জন্ য৷ দীর্ঘ সাড়ে নয় মাস যুদ্ধ করে আমাদেরকে দিয়েছেন লাল সবুজের একটি পতাকা আর একটি স্বাধীন ভুখন্ডের মানচিত্র৷ “আমরা তোমাদের উত্তরসূরী ৷ এমাটির মান অক্ষুন্য রাখা আমাদের উপর তোমাদের অর্পিত পবিত্র দায়িত্ব”৷
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ৷

      
      
      



    আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা    
    কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত    
    কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত    
    ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত    
    বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক    
    আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ    
    শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান    
    ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা    
    রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি    
    সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান