সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » ধর্ম » বিশ্বনাথে শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোত্সবে মানুষের ঢল
বিশ্বনাথে শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোত্সবে মানুষের ঢল

বিশ্বনাথ প্রতিনিধি :: (২২ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : ১০.৫০মিঃ) সিলেটের বিশ্বনাথ উপজেলার বিষ্ণুপুরে সিদ্ধ বকুলতলা ধামে শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোত্সবে সনাতন ধর্মালম্বীদের ঢল নেমেছে ৷ বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা এসেছেন ৷ প্রায় পাঁচশত বছর পূর্ব থেকে প্রতি মাঘী পূর্ণিমা তিথিতে অন্তর্ধান মহোত্সব পালন করে আসছেন সনাতন ধর্মালম্বীরা ৷ সোমবার ছিল অন্তর্ধান মহোত্সব’র দ্বিতীয় দিন ৷
রোববার সকালে শ্রীশ্রী কালাচাঁদের অচ্র্চনা’র মধ্যে দিয়ে অন্তর্ধান মহোত্সব শুরু হয় ও মঙ্গলবার সকালে শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন সমর্পন (পূর্ণা)’র মধ্যে দিয়ে অন্তর্ধান মহোত্সব সম্পন্ন হবে ৷ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শ্রীশ্রী নাম ও লীলা কীর্তন পরিবেশনা করেন বিনোদ বিহারী দাস বাবুল (পনিটুলা-সিলেট), নিশি কান্ত তালুকদার (দাড়িয়াপাড়া-সিলেট), মিন্টু চক্রবর্তী (বাগবাড়ী-সিলেট), রতন মনি দাস বাবুল (ধল-দিরাই)৷
শান্তিপূর্নভাবে অন্তর্ধান মহোত্সব সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করে ‘অন্তর্ধান উত্সব উদ্যাপন কমিটি’র সভাপতি অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক মানিক লাল দে ‘মহোত্সবে’ আগত সকল ভক্তবৃন্দ, প্রশাসন ও এলাকাবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ৷





কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
১৪৪৬ হিজরী রমজানের সাহ্রি ও ইফতারের সময়সূচি
হরিনা অমৃতধাম বিহারে বুদ্ধ মূর্তি দান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারে গুরু আচারিয পূজা ও সংঘদান অনুষ্ঠান সম্পন্ন
পাইন্দং সংঘারাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন
কোঠেরপাড় ত্রিরত্নাংকুর বৌদ্ধ বিহার কঠিন চীবর দান অনুষ্ঠিত