শুক্রবার ● ৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বর্ণাঢ্য আয়োজনে রাজবন বিহারে বনভান্তের জন্মদিন পালিত
বর্ণাঢ্য আয়োজনে রাজবন বিহারে বনভান্তের জন্মদিন পালিত
স্টাফ রিপোর্টার :: বর্ণাঢ্য আয়োজনে ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে রাঙামাটি রাজবন বিহারে বনভান্তের জন্মদিন পালিত হয়েছে। আজ শুক্রবার ৮ জানুয়ারী সকল প্রাণির হিতসুখ বিশ্ব শান্তি সমৃদ্ধি মঙ্গল কামনায় ঐতিহ্যবাহী রাজবন বিহারে মহান আর্য্যপুরুষ প্রয়াত শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০২তম জন্মদিন পালিত হয় । এ উপলক্ষ্যে দূর-দূরান্ত থেকে রাজবন বিহারে আসা বহু পূণ্যার্তীর সমাগম ঘটেছে। ভোর ৬টায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে সকাল সাড়ে ৮টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পরম পূজ্য বনভান্তের ১০২তম জন্মদিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন বনভান্তের শিষ্যসংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। এরপর ধর্মীয় সংগীত পরিবেশন করেন শিল্পী দীপ্ত দেওয়ান, তিশা দেওয়ান, তারা চাকমা ও কোয়েল চাকমা। পূণ্যার্থীদের উদ্দেশ্যে ত্রিশরণসহ পঞ্চশীল প্রার্থনা পাঠ করেন ৬নং বালুখালী ইউপি চেয়্যারম্যান বিজয়গিরি চাকমা। বনভান্তের ১০২তম জন্মদিবস উপলক্ষে বুদ্ধমূর্তি দান, সংঘদান অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, বুদ্ধপূজা, সীবলী পূজা, উপগুপ্ত বুদ্ধ পুজা, শ্রদ্ধেয় বনভান্তের পূজা, বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্যে দান, কল্পতরু দান, পিন্ড দানসহ নানাবিধ দান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়্যারম্যান অংসুইপ্রু চৌধুরী । অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান বৃষকেতু চাকমা বক্তব্য রাখেন। বিশ্বশান্তি মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা পাঠ করেন রাজবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমিয় খীসা। স্বাগত বক্তব্য রাখেন রাজবন বিহারের উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সভাপতি গৌতম দেওয়ান।
সকল প্রাণীর মঙ্গল কামনায় ধর্মদেশনা করেন পরম পূজ্য বনভান্তের শিষ্যসংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক শ্রীমৎ ড.জিনবোধি মহাস্থবির, পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠিরের অধ্যক্ষ শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির।
ভিক্ষুদের ধর্মদেশনা শেষে পূর্ণ্যার্থীদেরকে পরম পূজ্য (বনভান্তে)’র রেকর্ড করা অমৃতময় ধর্মীয় দেশনা শোনানো হয়। বনভান্তের ১০২ তম জন্মদিন অনুষ্ঠান সঞ্চালনা করেন মধু চন্দ্র চাকমা।





পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপির রাঙামাটির বিপিন জ্যোতি চাকমা
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
রাঙামাটির কাউখালীতে পিসিজেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ : নিহত-১
বেতবুনিয়ায় সিএনজি কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত -১