শনিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ভোটের অধিকার না থাকলে গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি থাকেনা : সাইফুল হক
ভোটের অধিকার না থাকলে গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি থাকেনা : সাইফুল হক
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক জনগণকে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন এবং বলেছেন ভোটের অধিকার না থাকলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের কোন স্বীকৃতি থাকেনা। তিনি বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন মিলে দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ন নির্বাচনী ব্যবস্থা বিদায় করে দিয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে কার্যত ধ্বংস করে দিয়েছে। সরকার দলের পক্ষে অবস্থান নিয়ে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার সম্মান ও মর্যাদা ভুলুন্ঠিত করেছে। এই পরিস্থিতি দেশকে গভীর সংকটে নিপাতিত করেছে। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে অনিশ্চিত অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে গণজাগরনের কোন বিকল্প নাই। তিনি আজ ৬ ফেব্রুয়ারী শনিবার রাঙামাটি পৌরসভা নির্বাচনে শান্তিনগর এলাকা, তবলছড়ি, আসামবস্তি ও রাঙ্গাপানি এলাকায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কার মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান রানার নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে পথসভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারন সম্পাদক সাইফুল হক, নারী মেত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, সোনার বাংলা পার্টির সভাপতি আব্দুন নুর, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক মন্ডলীর সদস্য জুঁই চাকমা, কোদাল মার্কার মেয়র পদপ্রার্থী ও রাঙামাটি শহর পৌর) কমিটির আহবায়ক মো. আব্দুল মান্নান রানাসহ জেলা ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন