সোমবার ● ২২ মার্চ ২০২১
প্রথম পাতা » জাতীয় » নরেন্দ্র মোদীর আমন্ত্রণ প্রত্যাহার করুন - বাম জোট
নরেন্দ্র মোদীর আমন্ত্রণ প্রত্যাহার করুন - বাম জোট
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ ২২ মার্চ এক বিবৃতিতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার হোতা হিন্দুত্ববাদী আরএসএস’র প্রচারক উগ্র সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর তীব্র নিন্দা জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে আমন্ত্রণ প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদ মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউসিএলবি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক বিবৃতিতে স্বাক্ষর করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পঞ্চাশ বছরপূর্বে ১৯৭১ সালে পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে আমাদের সশ্রস্ত্র লড়াইয়ে ভারতের জনগণ ও তৎকালীন সরকার আমাদের ১ কোটি উদ্বাস্তু জনগণ ও যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল। আমরা কৃতজ্ঞচিত্তে ভারতীয় জনগণ ও তাদের নিহত ও আহত সৈনিকদের স্মরণ করছি। তাদের প্রতি আমাদের এ শ্রদ্ধা চিরকালীন।
নেতৃবৃন্দ বলেন, আমাদের মুক্তিযুদ্ধ ছিল ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে, সাম্প্রদায়িক শাসনের বিরুদ্ধে এবং মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। ত্রিশ লাখ মানুষের জীবনের বিনিময়ে, যৌন সহিংসতার শিকার দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে প্রাপ্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে ধর্মীয় সংখ্যালঘু, দলিত, আদিবাসী সমাজের নিপীড়িত মানুষের রক্তে হাত রঞ্জিত করা কোন উগ্র সামপ্রদায়িক ব্যক্তির জায়গা হতে পারে না। নেতৃবৃন্দ বলেন, উগ্র সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে আমন্ত্রণ জানিয়ে সরকার শহীদদের অবমাননা করেছে।
নেতৃবৃন্দ বলেন, সরকার নিজের ক্ষমতা নিশ্চিত করতে বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িক চেতনাকে পদদলিত করে মোদীর মত সাম্প্রদায়িক ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছে। নেতৃবৃন্দ নরেন্দ্র মোদীকে প্রদত্ত আমন্ত্রণ অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানান।
২৪ মার্চ দেশব্যাপী কালো পতাকা মিছিল
বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে উগ্র সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে প্রদত্ত আমন্ত্রণ প্রত্যাহরের দাবি ও নরেন্দ্র মোদীর আগমণের প্রতিবাদে আগামী ২৪ মার্চ, বুধবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচি: সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও কালো পতাকা মিছিল।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা