মঙ্গলবার ● ২৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » কৃষি » সরকারিভাবে ধানের ক্রয় মূল্য মনপ্রতি ১২শত টাকা নির্ধারণ করার দাবি
সরকারিভাবে ধানের ক্রয় মূল্য মনপ্রতি ১২শত টাকা নির্ধারণ করার দাবি
ঢাকা :: আজ ২৭ এপ্রিল কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ১২শত টাকা এবং সরাসরি কৃষকের কাছ থেকে ৫০ লক্ষ মে.টন ধান ক্রয় করার প্রস্তাব করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কৃষি সম্প্রসারণ বিভাগ, কৃষি গবেষণা ইন্সটিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবার বোরো ধানের উৎপাদন খরচ কেজি প্রতি ২৬ টাকার উপরে পড়েছে বলে জানিয়েছেন। সুতরাং উৎপাদন খরচের সাথে মূল্য সংযোজন করে ধানের ক্রয় মূল্য ন্যুনতম মনপ্রতি ১২ শত টাকা নির্ধারন করা দরকার। তা না হলে করোনা মহামারির সময় কৃষক পরিবার-পরিজন নিয়ে মহাবিপদে পড়বে। পাশাপাশি কৃষক মহাজনী ঋণসহ তার কৃষিঋন পরিশোধ করতে পারবে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার অযৌক্তিকভাবে এবার ধানের ক্রয়মূল্য কেজি প্রতি ২৭ টাকা এবং সাড়ে ৬ লাখ টাকা মে. টন ধান, ৪০ টাকা কেজি দরে সার ১২ লাখ মে.টন চাল (আতপ চালসহ) ক্রয়ে যে ঘোষণা দিয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক এবং আত্মঘাতি সিদ্ধান্ত।
নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সরকারি দলের লোকজন এবং চাতাল মালিক ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মের জন্য খোদ কৃষক ধানর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। তাই প্রতিটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র চালু করে খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের আহ্বান জানান।পাশাপাশি করোনার এই মহাবিপর্যয়ের সময় ক্ষুদ্র ঋণসহ কৃষিঋণ মওকুফেরও দাবি জানান।
কৃষক- খেতমজুর সংগ্রাম পরিষদ এর সমন্বয়ক বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আকবর খান স্বাক্ষরিত এই বিবৃতে আরো স্বাক্ষর করেন বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি এড. এস.এম.এ সবুর, সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশ খেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কৃষক সংহতির সভাপতি আনছার আলী দুলাল, বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির সভাপতি রনজিৎ চট্টপাধ্যায়, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, খেতমজুর ও কৃুষক সংগঠনের আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল, বাংলাদেশ কৃষক মজুর সংহতির আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, বাংলাদেশ কৃষক ফোরামের সভাপতি আমীর আলী মাস্টার, শ্রমজীবী সংঘের রুবেল সিকদার প্রমুখ নেতৃবৃন্দ।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান