রবিবার ● ৯ মে ২০২১
প্রথম পাতা » ঢাকা » সোহরাওয়ার্দী উদ্যানে যথেচ্ছ গাছ নিধন দণ্ডনীয় অপরাধের সামিল
সোহরাওয়ার্দী উদ্যানে যথেচ্ছ গাছ নিধন দণ্ডনীয় অপরাধের সামিল
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে অনতিবিলম্বে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যথেচ্ছ গাছ কাটা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন উদ্যানের কথিত উন্নয়নের নামে রেস্তোরা তৈরীর জন্য ঢাকা মহানগরীর ফুসফুস হিসাবে খ্যাত সোহরাওয়ার্দী উদ্যানকে নষ্ট হতে দেয়া যায় না। আদালতের নির্দেশনা উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে যেভাবে শতবর্ষী গাছ কেটে ফেলা হচ্ছে তা কেবল আদালত অবমাননা নয়; বরং গুরুতর অপরাধের সামিল। তিনি বলেন, উদ্যান ও নগর পরিকল্পনাবিদ ও জনগণের মতামত আমলে না নিয়ে উদ্যানকে ব্যবসায়ীদের মুনাফার জন্য ছেড়ে দেয়া খুব দায়িত্বহীন তৎপরতা করোনা মহামারী দুর্যোগে অক্সিজেন যখন বেঁচে থাকার প্রধান অবলম্বন তখন ঢাকা মহানগরীতে অক্সিজেনের উৎস গাছ নিধন রীতিমত দণ্ডনীয় অপরাধের সামিল, নতুন গাছ লাগানোর প্রচারসর্বস্ব তৎপরতা দিয়ে এই অপরাধকে ঢাকা যাবে না।
বিবৃতিতে তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে জিয়াউর রহমানের শাসনামলে শিশুপার্ক নির্মাণ করে যদি উদ্যানের অঙ্গহানি করা হয়ে থাকে তাহলে সেই অন্যায় কাজকে কেন এখন উদাহরণ হিসাবে সামনে এনে এখনকার গাছ নিধনকে জায়েজ করতে হবে। তিনি সরকারকে এসব অপতৎপরতা বন্ধ করে নগর ও উদ্যান পরিকল্পনাবিদদের মতামত ও প রামর্শ অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের মহানগর-নগরসমূহের প্রাণ-প্রকৃতি-জীববৈচিত্রকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানান।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মহানগর সংগঠক জোনায়েত হোসেন আজ দুপুরে সোহওয়ার্দী উদ্যানের গাছ রক্ষায় শাহবাগে ছবির হাট প্রাঙ্গণে কবি, লেখক, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের প্রতিবাদী অবস্থানের সাথে সংহতি ও একাত্মতা ব্যক্ত করেন।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়