বুধবার ● ২ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে আট’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আট’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে কমপক্ষে আট’শ গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ৷ এসময় বিভিন্ন পরিমাপের চার’শ ফুট পাইপ জব্দ করা হয় ৷
২ মার্চ বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজীপুর ও ভালুকা অঞ্চলের তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এবং গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালিত হয় ৷
ভালুকা অঞ্চলের তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, শ্রীপুর উপজেলার কমপক্ষে ১০ হাজার গ্রাহক অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন ৷ ফলে ২০১৫ সালে শ্রীপুরের নয়নপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় গ্যাস পাইপ বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে ৷
শ্রীপুর অঞ্চলের তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী এ এম সাইফুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, শিল্প এলাকার গ্যাস সংযোগে ১৫০ ঘনফুট চাপে গ্যাস সরবরাহ করা হয় ৷ আবাসিক এলাকায় ৫০ ঘনফুট চাপে গ্যাস সরবরাহ করা হয় ৷ কিন্তু অবৈধভাবে শিল্প গ্যাস লাইন থেকে আবাসিক গ্যাস সংযোগ নেওয়ায় ঝুঁকি বেড়ে গেছে ৷
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, নগরহাওলা এলাকায় আট’শ গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করা হয়েছে ৷ এ সময় বিভিন্ন পরিমাপের চার’শ ফুট পাইপ জব্দ করা হয় ৷ অভিযানের সময় বাড়ির মালিকদের পাওয়া যায়নি ৷
অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা, তিতাসের উপ ব্যবস্থাপক প্রকৌশলী সাবি্বর আহমেদ, সাবিউল আউয়াল, খোরশেদ আলম, জাহিদ হোসেন ও নৃপেন্দ্রনাথ বিশ্বাস প্রমূখ ৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ