শনিবার ● ৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » ধর্ম » বিশ্বনাথে রান্না করা গরুর মাংসে আল্লাহু লেখা!
বিশ্বনাথে রান্না করা গরুর মাংসে আল্লাহু লেখা!

বিশ্বনাথ প্রতিনিধি :: ঐতিহ্যবাহী জনপদ বিশ্বনাথ নিজস্ব ইতিহাস ও ঐতিহ্যের কারণে বিশ্বদরবারে আজ বেশ সমাদৃত প্রবাসী অধ্যুষিত এই জনপদ রাজনীতি , প্রবাস, অর্থনীতি ও আঞ্চলিক নানান ঘটনাবলীর কারণে হরহামেশা স্থানীয় ও জাতীয় সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে অবস্থান করে৷ বিশ্বনাথে এবার এক লন্ডন প্রবাসীর রান্না করা গরুর মাংসে আল্লাহু লেখা পাওয়া গেছে৷ ৪ মার্চ বৃহস্পতিবার উপজেলা আবাসিক এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব শামছুল আলম ছরকুম এর বাসভবনে ৷ জানা গেছে,সমপ্রতি ব্রিটেনে আপন ভাতিজার ঘরে প্রবাসী শামছুল আলম ছরকুমের এক নাতির জন্ম হয়৷ এই আনন্দের সংবাদে সিলেটের অঞ্চলের মুসলিম রীতিনীতি অনুযায়ী একটি গরু জবাই করে আকিকা করেন৷ বৃহস্পতিবার দুপুরে সেই আকিকার মাংস রান্না করা হয় ৷ চুলোতে মাংস সিদ্ব হওয়ার সময় রান্নার কাজে নিয়োজিত ঘরের মহিলারা এক টুকরো মাংসতে স্পষ্ট আল্লাহু লেখা দেখতে পান৷ এতে তারা কিছুটা কৌতুহলী হয়ে চুলো থেকে হাড়িটি নামিয়ে সিদ্ধ মাংস গুলোতে তালাশ করতে থাকেন আরো কিছু পাওয়া যায় কি না ৷ এরই মাঝে তারা আরেকটি মাংসের টুকরোয় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নাম লেখা দেখতে পান৷ তখন তারা মাংসের টুকরো নিয়ে বিশ্বনাথ প্রেসক্লাবে আসেন ৷ সৃষ্টিকর্তা এভাবেই মাঝে মধ্যে তার অলৌকিক ক্ষমতা দিয়ে তার অসীম শক্তি ও সামথের্র জানান দেন বিশ্ববাসীকে ৷
প্রবাসী শামছুল ইসলাম ছরকুম বলেন, রান্না করা মাংসে আল্লাহু লেখা পাওয়া যায়৷ এমন খবরে আশপাশের লোকজন আল্লাহু লেখা মাংস একনজর দেখতে বাসায় ভিড় করেন৷





ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
১৪৪৬ হিজরী রমজানের সাহ্রি ও ইফতারের সময়সূচি
হরিনা অমৃতধাম বিহারে বুদ্ধ মূর্তি দান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত