শনিবার ● ৩১ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে অস্ত্রসহ গ্রেফতার-৪
রাঙামাটিতে অস্ত্রসহ গ্রেফতার-৪
রাঙামাটি :: আজ শনিবার ৩১ জুলাই ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেফতারের জন্য রাঙামাটি রিজিয়নের সদর জোন কর্তৃক বরকল উপজেলার ছোট কাট্টালী এলাকার গভীর জঙ্গলে সেনাবাহিনী একটি বিশেষ অভিযান চালায়।
অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদা সংগ্রহকারী সুরেন চাকমা (৩৬),অন্নাসং চাকমা (৪৫),অনিল চাকমা (১৯) এবং সাইমন চাকমা (৪০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি একে -২২ রাইফেল, ৭৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, একটি সোলার চার্জার, চাঁদা সংগ্রহের রশিদ বই, ৪টি মোবাইল সেট, ১টি হাত ঘড়ি ১ টি ভুয়া আইডি কার্ড, রাষ্ট্র বিরোধী শ্লোগান সংবলিত ব্যানার, নগদ ৬৩,৫৯২ টাকা ও অন্যন্যা সরঞ্জামাদি উদ্ধার করা হয় ।
গ্রেফতাকৃতরা দীর্ঘদিন রাঙামাটি বিভিন্ন উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্ট্রি করে আসছিল । আটকৃতরা ইউপিডিএফ এর সশস্ত্র শাখার সক্রিয় সদস্য বলে জানা গেছে ।
রাঙামাটি সদর জোন অধিনায়ক লেঃ কর্ণেল আমিনুর ইসলাম পিএসসি জানান, এই অভিযানে পার্বত্য চট্টগ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজ ও আঞ্চলিক সশস্ত্র সংগঠন গুলোর বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, এ সকল সশস্ত্র সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা যায়।





জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
রাঙামাটির কাউখালীতে পিসিজেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ : নিহত-১
বেতবুনিয়ায় সিএনজি কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত -১
রাঙামাটি জেলা পরিষদে ২৫ নভেম্বর কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে