শনিবার ● ৩১ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
রুমায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
রুমা প্রতিনিধি :: বান্দরবানের রুমা উপজেলায় করোনাকালে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ছাত্রলীগের নেতা রাজীব শিকদার নিজ উদ্যোগে আজ শনিবার ৩১ জুলাই বিকালে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে চলমান লকডাউনে রুমা সদর ইউনিয়নে বেথেল পাড়ায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসাইনমেন্ট খাতা ও শিক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি রিন সান বম।
এসময় উপজেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, রুমা সরকারি উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি নয়ন ধর শোভন ও ছাত্র নেতা নিপন দত্ত প্রমূখ উপস্থিত ছিলেন ।
শিক্ষা সামগ্রী বিতরনে প্রধান উদ্যোক্তা ও রুমা উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক রাজীব শিকদার বলেন, এই বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রভাবিত হয়ে অনেক দরিদ্র শিক্ষার্থী শিক্ষা সামগ্রী কিনতে পারছেন না। আজকের শিশু শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যত এমতাবস্থায় আমাদের শিক্ষার মানউন্নোয়নে সকলের এগিয়ে আসা উচিত।
তিনি আরো বলেন, এই দূর্গম এলাকায় শিক্ষার্থীদের পাশে থাকা আমার-আপানার দায়িত্ব ও কর্তব্য। তাই সকলে শিক্ষার মান উন্নয়নে এগিয়ে আসার সকলের প্রতি আহবান জানান।





রাঙামাটির ঘাগড়ায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া সামগ্রী বিতরণ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন