বৃহস্পতিবার ● ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » ৫ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত
৫ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর পর ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি রয়েছে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্টরা সরকারকে সতর্ক করেছেন এবং বিভিন্ন মহল থেকে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও তোলা হয়েছে।
এ অবস্থায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী রোববার, ৫ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলে করোনা পরিস্থিতি মোকাবেলা করে কীভাবে কার্যক্রম চালানো যায়, সে নিয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হবে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন আজ বুধবার গণমাধ্যমকে বলেন, আগামী রোববার আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে, বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে পর্যালোচনা করা হবে। কারণ শুধু শিক্ষা মন্ত্রণালয় একা শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিতে পারবে না।
এর আগে গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিব সভায় করোনা সংক্রমণ পরিস্থিতি এবং টিকা দেওয়ার বিষয়টি বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এর পর গত ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় বিষয়টি পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কিছু পরিকল্পনা করা হয়।





রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি